Contents
‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অক্টোবর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা – ২০২২
কুইজের বিষয় সমূহঃ
বাংলাদেশ বিষয়াবলি
পুরস্কারঃ
কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে নির্ধারিত প্রাইজ মানি।
অংশগ্রহণের তারিখঃ
১২ অক্টোবর (সকাল ১০টা) হইতে- ১৭ অক্টোবর ২০২২- (সকাল ১০টা) পর্যন্ত।
[ ১২ তারিখ (সকাল ১০টায়) আমাদের ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং গ্রুপে গুগল ফর্মের লিংক পোষ্ট করা হবে। কুইজের অংশগ্রহণ করার পূর্বে নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে।]
ফলাফল প্রকাশঃ
১৮ অক্টোবর (সকাল ১০ টায়)
‘কুইজ অক্টোবর’এর ফলাফলঃ-
বিজয়ীদের নামঃ-
১ম- কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়- (01521****77)- Pabna
২য়- Taskin Ara- (01838****17)- Chattogram
৩য়- Rakibul Hasan Rohan- (01778****03)- Manikganj
৪র্থ- লিজা সরকার- (01518****09)- মিরপুর, ঢাকা
৫ম- Afsana Mimi- (01966****90)-Narayanganj
৬ষ্ঠ- Suborna Das Arpi- (01777****24)- Sylhet
৭ম- Md. Sarwar- (01749****91)-Rajshahi
৮ম- Abdul Momin- (01722****78)- Pabna
৯ম- Adiba Tahsin Jerin- (01731****99)- Thakurgaon
১০ম- হালিমা আক্তার- (01890****01)- চাঁদপুর
ফলাফল প্রকাশের নিয়মাবলীঃ
১) লটারিতে সর্বমোট ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।
২) সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।
৩) সফটওয়্যারে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের তালিকা দেওয়া হবে, তারপর ক্রমানুযায়ী (প্রথমে ১০ম স্থান হইতে ১ম স্থান) ড্র করা হবে।
৪) ক্রমানুযায়ী যাদের নাম লটারিতে উঠবে তারাই (১০-১) বিজয়ী হিসাবে গণ্য হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। এ কুইজ প্রতিযোগিতা শুধু বাংলাদেশে থাকা সকল নাগরিকগণের জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
8। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৭। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito
কুইজ নভেম্বরে অংশগ্রহণ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-
গুগল ফর্ম লিংক- https://forms.gle/d7LcYgs4rE8syfCK9
বাংলাদেশের বিষয়াবলী
কুইজের বিষয়ঃ- বাংলাদেশ বিষয়াবলি।