অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২১

‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। প্রতি মাসেই বিষয়ভিত্তিক ভাবে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভিতরে প্রতিযোগিতামূলক পরিবেশে শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এর অন্যতম মাধ্যম হিসাবে কাজ করবে। ও এই করোনা কালে শিক্ষার্থীদের মধ্যে শেখার মনোবল বাড়াবে। এছাড়া অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থিদের আগ্রহী করে তুলতে সাহায্য করবে।

কুইজের বিষয়বস্তু-

বাংলাদেশ বিষয়াবলিঃ

১. বাংলাদেশর জাতীয় বিষয়াবলি
২. বাংলাদেশের কৃষিজ সম্পদ
৩. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি , জাতি গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ।
৪. বাংলাদেশের অর্থনীতি
৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য
৬. বাংলাদেশের সংবিধান
৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা
৮. বাংলাদেশের সুরকার ব্যবস্থা
৯. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, পুরুত্বপূর্ণ প্রতিষ্টান ও স্থাপনাসমূহ , জাতীয় পুরস্কার , বাংলাদেরশের খেলাধুলাসহ চলচ্চিত্র , গণমাধ্যম- সংশ্লিষ্ট বিষয়াদি প্রশ্ন থাকবে।

আন্তর্জাতিক বিষয়াবলিঃ

১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ- রাজনীতি ।
২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ ।
৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।
৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্টানাদি এ সব বিষয়ে প্রশ্ন থাকবে।

বাংলা ভাষা ও সাহিত্যঃ

ভাষাঃ
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস
সাহিত্যঃ
ক. প্রাচীন ও মধ্যযুগ
খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত)

কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ

কম্পিউটারঃ
কম্পিউটারের প্রকারভেদ ও কম্পিউটারে জেনারেশন।
কম্পিউটার পেরিফেরালস।
কম্পিউটার অঙ্গসংগঠন ।
কম্পিউটারের পারফরমেন্স।
বাইনারি নাম্বার সিস্টেম ।
অপারেটিং সিস্টেম ।
এমবেডেড কম্পিউটার।
কম্পিউটারের ইতিহাস ।
কম্পিউটার প্রোগ্রাম ভাইরাস, ফায়ারওয়াল, ডেটাবেইস সিস্টেম।

তথ্যপ্রযুক্তিঃ
ইন্টারনেট বিষয়ক তথ্য , ই-কমার্স বিষয়ক তথ্য।
সুলুলার ডাটা নেটওয়ার্ক – টুজি (2G), থ্রিজি (3G), ফোরজি (4G),ওয়াইম্যাক্স ইত্যাদি।
কম্পিউটার নেটওয়ার্ক- ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স।
স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
নিত্য প্রয়োজনীয় কম্পুউটিং প্রযুক্তি।
ক্লায়েন্ট-সার্ভার ম্যনেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং।
মোবাইল প্রযুক্তির বৈশিষ্টসমূহ।
তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ যেমনঃ- গুগুল, মাইক্রোসট, আইবিএম ইত্যাদি।
সোস্যাল নেটওয়ার্কিং- ফেসবুক , ইন্সটাগ্রাম, টুইটার, অন্যান্য সোস্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম।
রোবটিক্স এবং সাইবার অপরাধ বিষয়ক তথ্য।

সাধারণ বিজ্ঞানঃ

১) ভৌত বিজ্ঞান বিষয়ক প্রশ্ন
২) জীব বিজ্ঞান বিষয়ক প্রশ্ন
৩) আধুনিক বিজ্ঞান বিষয়ক প্রশ্ন

 

‘অপরাজিত’ এর অনলাইন কুইজ প্রতিযোগিতার তথ্য ও ফলাফল দেখুন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *