আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ- ২০২২ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২২ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ- ২০২২ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নিন-

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যা আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের অষ্টম আসর হিসেবে অক্টোবর এবং নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপক- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ক্রিকেটের ধরন- টোয়েন্টি২০ আন্তর্জাতিক।
প্রতিযোগিতার ধরন- দ্বৈত গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট।
২০২২ আইসিসি ম্যান টি২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে- ১৬ অক্টোবর ২০২২
২০২২ আইসিসি ম্যান টি২০ ক্রিকেট বিশ্বকাপ শেষ হয় কবে- ১৩ নভেম্বর ২০২২
সময়কাল-১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর- ২০২২
২০২২ আইসিসি ম্যান টি২০ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ -অস্ট্রেলিয়া।
কততম আসর – অষ্টম ।
মোট অংশগ্রহণকারী দেশ -১৬টি দল।
মোট অংশগ্রহণকারী ১৬টি দেশের নাম- বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্থান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আফগানিস্তান, জিম্বাবুয়ে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও নামিবিয়া।
মোট খেলার সংখ্যা – ৪৫টি
প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় -নামিবিয়া ও শ্রীলঙ্কার মধ্যে
প্রথম হ্যাট্রিক করেন কে -কার্তিক মেইয়াপ্পন (সংযুক্ত আরব আমিরাত)
চ্যাম্পিয়ন দেশ- ইংল্যান্ড (৫ উইকেটে), দ্বিতীয় শিরোপা।
রানার্স আপ- পাকিস্তান ।
সেরা খেলোয়াড় কে – স্যাম কারান (ইংল্যান্ড)
সর্বাধিক রান করেন- বিরাট কোহলি (ভারত),২৯৬ রান।
সর্বাধিক উইকেট শিকারি কে – পিন্নাদুয়াগে ওয়ানিদু হাসারাঙ্গা ডি সিলভা (১৫ উইকেট), শ্রীলঙ্কা।

 

এশিয়া কাপ ক্রিকেট- ২০২২ নিয়ে [ A to Z ] গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *