Contents
‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত আগস্ট মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা – ২০২২
কুইজের বিষয় সমূহঃ
আন্তর্জাতিক বিষয়াবলি
পুরস্কারঃ
কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে নির্ধারিত প্রাইজ মানি।
অংশগ্রহণের তারিখঃ
১১ আগস্ট (সকাল ১০টা) হইতে- ১৬ আগস্ট ২০২২- (সকাল ১০টা) পর্যন্ত।
[ ১১ তারিখ (সকাল ১০টায়) আমাদের ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং গ্রুপে গুগল ফর্মের লিংক পোষ্ট করা হবে।
কুইজের অংশগ্রহণ করার জন্য কোন নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে।]
‘কুইজ আগস্ট’ এর ফলাফলঃ
বিজয়ীদের নামঃ-
১ম স্থান- Kamrun Nahar – (01731***867)- Munshiganj
২য় স্থান- Raiyan Hossain – (01706***104)- Gazipur
৩য় স্থান- Ajmeri Ferdous Ara – (01789***542)- Dhaka
৪র্থ স্থান – Susmita Sarker – (01715***333)- Basabo, Dhaka
৫ম স্থান- TAWHID Alam – (01798***931)- Cumilla
৬ম স্থান- A.K.M Munem – (01754***928)- Dhaka
৭ম স্থান- Dipanwita Roy – (01764***101)- Rangpur
৮ম স্থান- Nishe Islam – (01706***616)- Sadar, Dinajpur
৯ম স্থান- Shoyaib Bin Ahmad – (01773***441)- Mirpur, Dhaka
১০ম স্থান – Nabiha Tahsin – (01715***217)- Dhaka
‘অপরাজিত’ এর পক্ষ থেকে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ফলাফল প্রকাশঃ
সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৭ আগস্ট (সকাল ১০ টায়) ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
8। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৭। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। শুধুমাত্র বাংলাদেশে থাকা প্রত্যেক নাগরিকগণ এ কুইজে অংশগ্রহণ করতে পারবে।
১০। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito
অপরাজিত কর্তৃক আয়োজিত প্রতি মাসের কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।