Contents
“অপরাজিত” কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা – “কুইজ এপ্রিল”
কুইজের বিষয় সমূহঃ
বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কিত সাধারণ জ্ঞান।
পুরস্কারঃ
অংশগ্রহণের তারিখঃ
২০শে এপ্রিল (সকাল১০ টা) হইতে- ২৬শে এপ্রিল ২০২২ – (সকাল ১০টা) পর্যন্ত।
[ কুইজের অংশগ্রহণ করার জন্য কোন নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে। ]
ফলাফল ঘোষণাঃ
সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৭শে এপ্রিল (সকাল ১০টায়) ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।
‘কুইজ এপ্রিল’ এর ফলাফলঃ
বিজয়ীদের নামঃ-
১ম স্থান- Zamiya Hossain- (01730***220)- Dhaka
২য় স্থান- Md Fahim mostakim- (01308***439)- Dhaka
৩য় স্থান- Amina Begum- (01933***700)- Jessore
৪র্থ স্থান – Afroza akter moni- (01818***083)- Dhaka
৫ম স্থান- Hussain Ahmed- (01609***627)- Narail
৬ম স্থান- ASHFAQ RAHMAN- (01711***702)- Dhaka
৭ম স্থান- তানজিম তানহা- (01710***901)- খুলনা
৮ম স্থান- Kazi Mohammad Solaiman Seyam- (01533***441)- Chattogram
৯ম স্থান- Tahamid Abdullah- (01842***664)- Chattogram
১০ম স্থান – Likhon Mahmud- (01762***663)- Natore
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। এই কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৪। কুইজ চলাকালীন সময়ে (৭দিনের) মধ্যে একজন প্রতিযোগী শুধুমাত্র একবার অংশগ্রহণ করতে পারবে।
৫। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৬। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৭। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৮। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৯। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
১০। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito
মে মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- “কুইজ মে- ২০২২” সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
অপরাজিত কর্তৃক আয়োজিত প্রতি মাসের কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।