এশিয়া কাপ ক্রিকেট- ২০২২ নিয়ে [ A to Z ] প্রশ্ন

২০২২ সালের ২১ জুলাই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি আয়োজন করতে সমর্থ হবে না বলে এসিসিকে জানায়। তারপর, ২৭ জুলাই এসএলসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে বলে এসিসি নিশ্চিত করে। ২ আগস্ট টুর্নামেন্টের সূচি ঘোষিত হয় এবং পরবর্তীতে এশিয়া কাপের প্রথম টুর্নামেন্ট ২৭ আগস্ট ২০২২ তারিখে শুরু হয়।

এশিয়া কাপ ক্রিকেট- ২০২২ নিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নিন- 

এশিয়া কাপ ব্যাবস্থাপক – Asian Cricket Council (ACC) – এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)
এশিয়া কাপে খেলার ধরন- রাউন্ড-রবিন ও প্লেঅফ
এশিয়া কাপ ক্রিকেট- ২০২২ কততম আসর- ১৫তম
আয়োজক দেশ- এসিসি এর ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কা। কিন্ত, পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত আয়োজন করে।
এশিয়া কাপ ক্রিকেট- ২০২২ অনুষ্ঠিত হয় – সংযুক্ত আরব আমিরাত।
অংশগ্রহণকারী দল – ৬টি দেশ। (ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং)
অনুষ্ঠিত তারিখ- ২৭ আগস্ট ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২
১ম ম্যাচ অনুষ্ঠিত হয় – ২৭ আগস্ট ২০২২
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় – ১১ সেপ্টেম্বর ২০২২
ফাইনাল ম্যাচের স্থান – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
মোট খেলার সংখ্যা- ১৩
চ্যাম্পিয়ন – শ্রীলঙ্কা (৬ষ্ঠ শিরোপা)
রানার্সআপ – পাকিস্তান।
ফাইনাল ম্যাচে রান করে শ্রীলঙ্কা – ১৭০, পাকিস্তান – ১৪৭ (টার্গেট ১৭১)
শ্রীলঙ্কা পাকিস্তানকে পরাজিত করে – ২৩ রানে।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ পায় – ভানুকা রাজাপক্ষে।
ম্যান অফ দ্যা সিরিজ/টুর্নামেন্ট পায় – ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সর্বাধিক উইকেট (১১) শিকারী- ভুবনেশ্বর কুমার (ভারত)।
সর্বোচ্চ রান (২৮১) সংগ্রহকারী – মোঃ রিজওয়ান (পাকিস্তান)।
এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩ এর আয়োজক দেশ হবে – পাকিস্তান।

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপ– ২০২২ নিয়ে প্রশ্নোত্তর জেনে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *