কবি সাহিত্যিকদের ছদ্মনাম

বিশ্বের সকল সাহিত্যে কবি-সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্য কোন নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এ ক্ষেত্রে কোন ব্যতিক্রম হয়নি। বিভিন্ন কবি-সাহিত্যিকগণ, উপন্যাসিক, নাট্যকার তাদের নিজেদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। যা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। নিচে বিভিন্ন কবি-সাহিত্যিকগণ এর তালিকা দেওয়া হল।

বিশ্বকবি, নাইট, ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্রোহী কবি- কাজী নজরুল ইসলাম

সাহিত্য সম্রাট – বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

অপরাজেয় কথাশিল্পী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পল্লী কবি – জসীম উদ্দিন

বিদ্যাসাগর – ঈশ্বরচন্দ্র

ছন্দের যাদুকর – সত্যেন্দ্রনাথ দত্ত

যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বর গুপ্ত

রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পাণ্ডুলিপির কবি – জীবনানন্দ দাশ।

মাইকেল- মধুসূদন দত্ত

গাজী মিয়া – মীর মশাররফ হোসেন

কায়কোবাদ – কাজেম আল কোরায়েশী

ভাষা বিজ্ঞানী – ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ

দৃষ্টিহীন – মধুসূদন মজুমদার

নীল লোহিত – সুনীল গঙ্গোপাধ্যায়

নীহারিকা দেবী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার

কালকূট – সমরেশ বসু

পরশুরাম – রাজশেখর বসু

বীরবল – প্রমথ চৌধুরী

টেঁকচাঁদ ঠাকুর – প্যারীচাঁদ মিত্র

হুতোম পেঁচা – কালিপ্রসন্ন সিংহ

বনফুল – বলাইচাঁদ মুখোপাধ্যায়

মৌমাছি – বিমল ঘোষ

শওকত ওসমান – শেখ আজিজুর রহমান

জরাসন্দ – চারুচন্দ্র মুখোপাধ্যায়

বানভট্ট – নীহাররঞ্জন গুপ্ত

বড়ু চন্ডীদাস – অনন্ত বড়ু

সুনন্দ – নারায়ন গঙ্গোপাধ্যায়

পদাবলীর কবি- বিদ্যাপতি

মার্কসবাদী কবি- বিষ্ণু দে

রায় গুনাকর – ভারতচন্দ্র

গুণরাজ খান – মালাধর বসু

মুকুন্দরাম – কবিকঙ্কন

অবধূত – কালীকানন্দ

হায়াৎ মামুদ – ড. মনিরুজ্জামান

যাযাবর – বিনয় কৃষ্ণ মজুমদার

ছান্দসিক কবি – আব্দুল কাদির

মহাকবি – আলাওল

সাহিত্য বিশারদ- আব্দুল করিম

স্বভাব কবি- গোবিন্দ দাস

কাব্য সুধাকর – গোলাম মোস্তফা

সাহিত্যরত্ন – নজিবর রহমান

মুসলিম রেনেসাঁর কবি – ফররুখ আহমদ

ভোরের পাখি – বিহারীলাল চক্রবর্তী

সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী- নূরন্নেসা খাতুন

চারণ কবি – মুকুন্দ দাস

দৃষ্টিহীন- মধুসূদন মজুমদার

দুঃখবাদের কবি – যতীন্দ্রনাথ বাগচী

তর্করত্ন – রামনারায়ণ

সাহিত্য বিশারদ, রত্নকর – শেখ ফজলুল করিম

শওকত ওসমান – শেখ আজিজুর রহমান

কবিন্দ্র পরমেশ্বর – শ্রীকর নন্দী

সত্য সুন্দর দাস- মোহিত লাল মজুমদার

শান্তিপুরের কবি – মোজাম্মেল হক

নাগরিক কবি – সমর সেন

ক্লাসিক কবি – সুধীন্দ্রনাথ দত্ত

কিশোর কবি – সুকান্ত ভট্টাচার্য

পদাতিকের কবি – সুভাষ মুখোপাধ্যায়

বাংলার মিল্টন – হেমচন্দ্র

বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল

বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়- যাযাবর

 

আরও বিস্তারিত পড়ুন-

বাঙালি জাতির উদ্ভব ও পরিচিতি সম্পর্কে বিস্তারিত পড়ুন ।

বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

ইন্দো ইউরোপীয় বলতে কি বুঝায়? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *