কাতারে ফিফা বিশ্বকাপ- ২০২২ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিন-
কাতার বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০শে নভেম্বর।
কাতার বিশ্বকাপ কততম আসর?
উত্তরঃ ২২ তম আসর।
ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে কতটি দল?
উত্তরঃ ৩২টি দল।
প্রতিটি দলে থাকছে কত জনের স্কোয়াড?
উত্তরঃ ২৬ জনের।
কাতারের কতটি স্টেডিয়ামে খেলা হবে?
উত্তরঃ ৮টি স্টেডিয়ামে।
মোট ম্যাচ অনুষ্ঠিত হবে কয়টি
উত্তরঃ ৬৪টি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে?
উত্তরঃ স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
উত্তরঃ স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
কাতারে বিশ্বকাপের আসর শেষ হবে কবে?
উত্তরঃ ১৮ই ডিসেম্বর (ফাইনাল খেলা)
মোট কত দিন খেলা হবে?
উত্তরঃ টানা ২৯ দিন।
৩২তম দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে দেশ?
উত্তরঃ কোস্টারিকা।
ফিফার বর্তমান সভাপতি কে?
উত্তরঃ কোস্টারিকা।
ফিফার বর্তমান সভাপতি কে?
উত্তরঃ জিয়ান্নি ইনফান্তিনো (সুইজারল্যান্ড)
কাতারে কয়টি শহরে খেলা হবে?
উত্তরঃ ৫টি শহরে
কাতারে কয়টি স্টেডিয়ামে খেলা হবে?
উত্তরঃ ৮ টি
কাতারে যে ৮টি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের খেলা হবে-
১। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম
২। আল জানিয়্যুব স্টেডিয়াম
৩। এডুকেশন সিটি স্টেডিয়াম
৪। আল বায়াত স্টেডিয়াম
৫। আল-রাইয়ান স্টেডিয়াম বা আহমেদ বিন আলি স্টেডিয়াম
৬। আল থুমামা স্টেডিয়াম
৭। লুসাইল স্টেডিয়াম
৮। স্টেডিয়াম ৯৭৪
২। আল জানিয়্যুব স্টেডিয়াম
৩। এডুকেশন সিটি স্টেডিয়াম
৪। আল বায়াত স্টেডিয়াম
৫। আল-রাইয়ান স্টেডিয়াম বা আহমেদ বিন আলি স্টেডিয়াম
৬। আল থুমামা স্টেডিয়াম
৭। লুসাইল স্টেডিয়াম
৮। স্টেডিয়াম ৯৭৪
সর্বশেষ কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নিন-