কুইজ জানুয়ারি | জানুয়ারি মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

জানুয়ারি মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

নতুন বছর উপলক্ষ্যে ‘অপরাজিত’ এর পক্ষ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা।

কুইজের বিষয় সমূহঃ

২০২১ সালের বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি 

পুরস্কারঃ

কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে প্রাইজ মানি। 

অংশগ্রহণের তারিখঃ

১৫ জানুয়ারি – ২০২২ (সকাল ১০টা) হইতে কুইজ শুরু হবে।
[ কুইজের অংশগ্রহণ করার জন্য কোন নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে। ]

অংশগ্রহণের শেষ তারিখঃ

১৫ জানুয়ারি হইতে- ২১ জানুয়ারি ২০২২ – রাত ১২টা পর্যন্ত।

ফলাফল ঘোষণাঃ

সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২২ জানুয়ারি (রাত ৯টায়) ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।

“কুইজ জানুয়ারি” এর ফলাফলঃ

বিজয়ীদের নামঃ

১ম স্থান- Swagatam Saha – (0171****268)- Dhaka
২য় স্থান- Sayem – (0179****256)- Kalmakanda ,Netrokona
৩য় স্থান- জারিন তাসনিম – (0181****066)- খুলশী, চট্টগ্রাম
৪র্থ স্থান – Fatema Begum Tamanna – (0188****807)- Cox’s Bazar
৫ম স্থান- HASIBUR RAHMAN – (0193****318)- Karbala Sadar, jashore
৬ম স্থান- MD Nazmul Hossain Mullah – (0184****664)- Brahmanbaria
৭ম স্থান- Nayem Islam – (0168****498)- City Center,Savar
৮ম স্থান- Saymum Hasan – (0185****183)- Gazipur
৯ম স্থান- Ariful Islam – (0179****080)- Jashore
১০ম স্থান – Shemu Akhter – (0198****560)- Savar

বিজয়ীদের নাম ও লটারির ড্র দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।

ভিডিও লিংক – htps://www.facebook.com/theoporajito/videos/240570784814829
‘অপরাজিত’ এর পক্ষ থেকে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। এই কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৪। কুইজ চলাকালীন সময়ের মধ্যে একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবে।
৫। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৬। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৭। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কুইজের সকল আপডেট তথ্য পেতে আমাদের ব্লগ সাইট এবং ফেসবুক পেইজে চোখ রাখুন, ধন্যবাদ। 

ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *