কুইজ ডিসেম্বর- “কুইজ-১৬” | অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২১

কুইজ-১৬- “কুইজ-১৬”

মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।

কুইজের বিষয় সমুহঃ

বাংলাদেশ বিষয়াবলি- বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান।

পুরস্কারঃ

কুইজে মোট ৭ জনের জন্য রয়েছে প্রাইজ মানি।।

কুইজে অংশগ্রহণ করার জন্য নিচের এই লিংকে ক্লিক করুন

গুগল ফর্ম লিংক

অংশগ্রহণের তারিখঃ

১৪ ডিসেম্বর- ২০২১ (সকাল ১০টা) হইতে কুইজ শুরু হবে।
[ কুইজের অংশগ্রহণ করার জন্য কোন নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে। ]

অংশগ্রহণের শেষ তারিখঃ

২০ ডিসেম্বর- ২০২১ (সকাল ১০টা) পর্যন্ত।

ফলাফল ঘোষণাঃ

সকল সঠিক প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২১ ডিসেম্বর সকাল ১১ টায় ফলাফল প্রকাশ করা হবে।

“কুইজ ১৬”এর ফলাফলঃ

বিজয়ীদের নামঃ-
১ম স্থান – উম্মে হাফসা – (0174*****67) – মিরপুর, ঢাকা
২য় স্থান- Md Fatin Sadat Mahi – (0171*****75) – Bogura
৩য় স্থান- Most.Fatema Tuz Zohra – (0175*****98) – Rangpur
৪র্থ স্থান- Md Almas Miah – (0196*****11) – Jamalpur
৫ম স্থান- কানিজ ফাতেমা কনিকা – (0183*****10) – Dhaka
৬ষ্ঠ স্থান- Kanij Fatema Keya – (0199*****02) – Meherpur
৭ম স্থান- Sukana Moni Das Puja – (0189*****11) – Chattogram

বিজয়ীদের নাম ও লটারির ড্র দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।

ভিডিও লিংকhttps://www.facebook.com/theoporajito/videos/240570784814829
অপরাজিত এর পক্ষ থেকে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
২। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৩। একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।
৪। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে উত্তর দিতে হবে।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৭। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৮। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

নিচের লিংকে কুইজ জানুয়ারি এর তথ্য জানুন 

কুইজ জানুয়ারি | জানুয়ারি মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

2 thoughts on “কুইজ ডিসেম্বর- “কুইজ-১৬” | অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২১”

    1. মোট ৭ জন বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *