Contents
“কুইজ নভেম্বর”
‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।
কুইজের বিষয় সমুহঃ বাংলাদেশ বিষয়াবলি
কুইজে মোট ৭ জনের পুরস্কার সমূহঃ
১ম স্থান – ৩০০ টাকা।
২য় স্থান – ২০০ টাকা।
৩য় থেকে ৭ম স্থান – ১০০ টাকা।
অংশগ্রহণের তারিখঃ
০১ নভেম্বর ২০২১ হইতে – ০৬ নভেম্বর সকাল ১০:০০ টা পর্যন্ত।
ফলাফল ঘোষণাঃ
সকল সঠিক প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ০৭ নভেম্বর সকাল ১১ টায় ফলাফল প্রকাশ করা হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
২। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৩। একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।
৪। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে উত্তর দিতে হবে।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৭। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
————————————————————————————————————–
“কুইজ নভেম্বর”এর ফলাফলঃ
বিজয়ীদের নামঃ
১ম স্থান – Afroja Fatema – (01997****02)
২য় স্থান- Tahmina Aktar – (01738****37)
৩য় স্থান- Nadia Afrin – (01533****11)
৪র্থ স্থান- Nilufa Yeasmin – (01409****70)
৫ম স্থান- Rk Foysel Ahmed – (01966****57)
৬ষ্ঠ স্থান- Umme Habiba -(01832****44)
৭ম স্থান- মোছাঃ রিফাত শারমিন – (01720****24)
বিজয়ীদের নাম ও লটারির ড্র দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন-
‘অপরাজিত’ এর পক্ষ থেকে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কুইজের ফলাফল সহ সকল তথ্য আপডেট পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/theoporajito
ফেইসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/bcsstudyoporajito
ব্লগ সাইটঃ https://blog.oporajito.com