কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর। কুইজ সেপ্টেম্বর- ২০২২

‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর- ২০২২

১) কোন খাদ্যে প্রোটিন বেশি?

ভাত

গরুর মাংস

মসুর ডাল

ময়দা

উত্তরঃ মসুর ডাল

ব্যাখ্যা:- প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। [সূত্র: জীববিজ্ঞান নবম-দশম শ্রেণী; পৃষ্ঠা ৬৪; সংস্করণ নভেম্বর ২০১২; এনসিটিবি।]

২) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

শূন্যতায়

কঠিন পদার্থে

তরল পদার্থে

বায়বীয় পদার্থ

উত্তরঃ কঠিন পদার্থে

৩) কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

কয়লা

সূর্যরশ্মি

পেট্রোলিয়াম

ইউরেনিয়াম

উত্তরঃ সূর্যরশ্মি

৪) সুষম খাদ্যের উপাদান কয়টি?

২ টি

৩ টি

৬ টি

৯ টি

উত্তরঃ ৬ টি

৫) গলগণ্ড রোগ কেন হয়?

আয়োডিনের অভাবে

ভিটামিনের

শর্করা

ক্যালসিয়ামের

উত্তর: আয়োডিনের অভাবে

৬) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন ‘এ’

ভিটামিন ‘বি’

ভিটামিন ‘সি’

ভিটামিন ‘ডি’

উত্তর: ভিটামিন ‘এ’

৭) প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?

১০৬টি

২০৬টি

৩০৬টি

৪০৬টি
উত্তর: ২০৬টি।

৮) গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?

অক্সিজেন

হিলিয়াম

নাইট্রোজেন

কার্বন-ডাই-অক্সাইড

উত্তরঃ অক্সিজেন

৯) কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?

তামা

লোহা

দস্তার পাত

রাবার

উত্তরঃ রাবার

১০) গ্রিনহাউজ কি?

কাচের তৈরি ঘর

সবুজ আলোকিত ঘর

সবুজ ভবনের নাম

সবুজ গাছপালা

উত্তরঃ কাচের তৈরি ঘর

1 thought on “কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর। কুইজ সেপ্টেম্বর- ২০২২”

  1. Pingback: সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২ - Oporajito Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *