Contents
বিজয়ের মাস উপলক্ষ্যে কুইজ ‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।
কুইজের বিষয় সমূহঃ ১৬ই ডিসেম্বর- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান
কুইজের প্রশ্ন-উত্তর সমূহঃ
১। অপারেশন জ্যাকপট পরিচালিত করেছিলো?
ক) বাংলাদেশ নেভী
খ) বাংলাদেশ আর্মি
গ) বাংলাদেশ পুলিশ
ঘ) বাংলাদেশ বিমান বাহিনী
উত্তরঃ ক) বাংলাদেশ নেভী
২। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিলো?
ক) স্কয়ার গার্ডেন
খ) রোজ গার্ডেন
গ) রাসেল স্কয়ার
ঘ) মেডিসন স্কয়ার গার্ডেন
উত্তরঃ ঘ) মেডিসন স্কয়ার গার্ডেন
৩। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিলো?
ক) ১৪ই ডিসেম্বর ১৯৭১
খ) ২৫শে মার্চ ১৯৭১
গ) ২১শে ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) ১৬ই ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ খ) ২৫ শে মার্চ ১৯৭১
৪। কোন বিদেশী নাগরিক বীর প্রতীক উপাধি পেয়েছেন?
ক) শ্যাম মানেকশো
খ) সাইমন ড্রিং
গ) উইলিয়াম এ এস ওদারল্যান্ড
ঘ) ইন্দিরা গান্দী
উত্তরঃ গ) উইলিয়াম এ এস ওদারল্যান্ড
৫) বীর প্রতীক প্রাপ্ত দুইজন বাংলাদেশী মহিলা?
ক) তারামন বানু ও ডঃ সিতারা বেগম
খ) তারা বিবি ও সিতারা বানু
গ) তারা বানু ও সিতারা বিবি
ঘ) তারামন বিবি ও ডঃ সিতারা বেগম
উত্তরঃ ঘ) তারামন বিবি ও ডঃ সিতারা বেগম
৬) বাংলাদেশের কতজন বীর উত্তম উপাধি পেয়েছেন?
ক) ৭০ জন
খ) ৬৯ জন
গ) ৫২ জন
ঘ) ৫৯ জন
উত্তরঃ খ) ৬৯ জন।
৭। স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে চরম পত্র কে পাঠ করতেন?
ক) এম আর খান
খ) আব্দুল গাফফার
গ) এম আর আখতার মুকুল
ঘ) আশফাকুর রহমান খান
উত্তরঃ গ) এম আর আখতার মুকুল
৮) স্বাধীন বাংলার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) তাজ উদ্দিন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম এ জি ওসমানী
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তরঃ খ) সৈয়দ নজরুল ইসলাম
৯। মুক্তির গান সিনেমাটির পরিচালক কে ছিলেন?
ক) তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
খ) ক্যাথরিন মাসুদ ও হাসান মাসুদ
গ) চাষী নজরুল ইসলাম ও ক্যাথরিন মাসুদ
ঘ) তানভির মোকাম্মেল ও জহির রায়হান
উত্তরঃ ক) তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
১০। শেখ মুজিবুর রহমান ছিলেন?
ক) ব্রিটিশ ইন্ডিয়ার নাগরিক
খ) পাকিস্থানের নাগরিক
গ) বাংলাদেশের নাগরিক
ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ) উপরের সবগুলো
১১) “সবকটা জানালা খুলে দাওনা” দেশাত্মবোধক গানটির সুরকার কে ছিলেন?
ক) সাবিনা ইয়াসমিন
খ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
গ) নজরুল ইসলাম বাবু
ঘ) সত্য সাহা
উত্তরঃ খ) আহমেদ ইমতিয়াজ বুলবুল।
১২। ক্র্যাক প্লাটুন কি?
ক) একটি যুদ্ধ জাহাজ
খ) একটি যুদ্ধ বিমান
গ) একটি গেরিলা বাহিনী
ঘ) একটি সমরাস্ত্র বাহিনী
উত্তরঃ ঘ) একটি সমরাস্ত্র বাহি…
১৩। কত সালে কে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন?
ক) তোফায়েল আহমেদ – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
খ) কাদের সিদ্দিকি – ২১ ফেব্রুয়ারি ১৯৭০
গ) আমির হোসেন আমু – ২৬ মার্চ ১৯৭১
ঘ) মতিয়া চৌধুরী – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
উত্তরঃ ক) তোফায়েল আহমেদ – ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
১৪। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয় কত তারিখ?
ক) ৩ মার্চ, ১৯৭১
খ) ২১ ফেব্রুয়ারি, ১৯৭০
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
উত্তরঃ ক) ৩ মার্চ, ১৯৭১
১৫। একাত্তরের দিনগুলি বইটির রচয়িতা কে?
ক) বেগম রোকেয়া সাখাওয়াত
খ) জাহানারা ইমাম
গ) শামসুর রাহমান
ঘ) হুমায়ুন আহমেদ
উত্তরঃ ক) বেগম রোকেয়া সাখাওয়াত।
১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি?
ক) সুফিয়া খাতুন
খ) সায়েরা খাতুন
গ) আয়েশা খাতুন
ঘ) রাহেলা খাতুন
উত্তরঃ খ) সায়েরা খাতুন।