কততম টুর্নামেন্ট – ৪৭তম
অনুষ্ঠিত তারিখ – ১৩ জুন-১০ জুলাই (২০২১)
আয়োজক দেশ – ব্রাজিল, ভেন্যু- ৫টি (শহর ৪টি)
অংশগ্রহণকারী দল – ১০টি
মোট ম্যাচ – ২৮টি
চ্যাম্পিয়ন দল – আর্জেন্টিনা
রানার্সআপ দল – ব্রাজিল
গোল ব্যবধান – (আর্জেন্টিনা-১) – ( ব্রাজিল- ০)
গোলদাতা (ফাইনাল ম্যাচ)- ডি মারিয়া (খেলার ২২ মিনিট মধ্যে)
ম্যান অব দ্যা ফাইনাল – ডি মারিয়া (আর্জেন্টিনা)
গোল্ডেন বুট (সেরা গোলদাতা) – লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গোল্ডেন বল(সেরা খেলোয়াড়) – লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গোল্ডেন গ্লাভস্ (গোলরক্ষক) – এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – ব্রাজিল
সবচেয়ে বেশি সংখ্যা গোলের দল – ব্রাজিল (১২ টি)
ফাইনাল খেলা অনুষ্ঠিত স্থান – আইকনিক মারাকানা স্টেডিয়াম, রিওডি জেনেইরো (ব্রাজিল)