Contents
জাতিসংঘ কি?
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করাই যার অন্যতম লক্ষ্য । ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। বিশ্বের যে কোন স্বাধীন দেশ এর সদস্য হতে পারে।
জাতিসংঘ গঠনের ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি ভয়াবহ যুদ্ধ বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রশক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করার জন্য জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্দি করে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘ গঠনের প্রস্তাব দেন। ২য় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৫ বছর বিভিন্ন কার্যক্রম ও আলোচনার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা পায়।
জাতিসংঘ গঠনের উদ্দেশ্য
১) বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
২) বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
৩) অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা।
৪) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান গড়ে তোলা।
৫) বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা।
জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা
সেগুলো হচ্ছে–
১) ইউনিসেফ
২) ইউনেস্কো
৩) ইউএডিপি
৪) বিশ্বব্যাংক
ইউনিসেফ (UNICEF)এর গঠন ও কার্যাবলি
(UNICEF- United Nations International Children’s Emergency Fund) ইউনিসেফ একটি জাতিসংঘের বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। জাতিসংঘের প্রথম অধিবেশনে এই সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়। ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী কার্যক্রমে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। বাংলাদেশে ১৯৫২ সাল থেকে ইউনিসেফ কাজ করছে । তাছাড়া, শিশু বিষয়ক কাজে জাতিসংঘের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত সংস্থা হিসেবে বিভিন্ন দেশে তরুণদের সহায়তা দিয়ে থাকে।
ইউনেস্কো (UNESCO) এর গঠন ও কার্যাবলি
(UNESCO- The United Nations Educational, Scientific, and Cultural Organization) জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো (UNESCO) এটি একটি জাতিসংঘের বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন সাধন করাই এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় থাকে। ১৯৪৬ সালে এই সংস্থাটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসের প্লেস ডি ফন্টেনয় এ অবস্থিত।
ইউএডিপি (UNDP) এর গঠন ও মূল কাজ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP- United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপির মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা ও জাতিসংঘের কাজ গুলো সমন্বয় সাধন করা। বাংলাদেশের পরিবেশে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা দারিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে।
বিশ্বব্যাংক (World Bank) এর গঠন ও কার্যাবলি
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত। সংগঠনটির আর্টিকেলস্ অব এগ্রিমেন্ট ( ১৯৮৯ সালে ১৬ই ফেব্রুয়ারি,এ সংশোধনীটি কার্যকরী হয় )অনুযায়ী, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যেকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা এটি বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। বিশ্বব্যাংক এর পাঁচটি অংগ সংগঠন রয়েছে । সেগুলো হলোঃ- IBRD, IDA, IFC, ICSID, MIGA
জাতিসংঘ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
১) জাতিসংঘ সালে কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
২) জাতিসংঘের সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৯৩টি।
৩) জাতিসংঘে অধিবেশন বছরে কয়বার হয়?
উত্তরঃ একবার।
৪) জাতিসংঘের প্রধান লক্ষ্য কি?
উত্তরঃ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা।
৫) বিশ্বের দেশগুলোর মধ্যে কী থাকা খুবই প্রয়োজন?
উত্তরঃ ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব।
৬) বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর কি?
উত্তরঃ নির্ভরশীল।
৭) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
৮) জাতিসংঘের সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৯৩টি।
৯) জাতিসংঘের প্রধান শাখা কয়টি?
উত্তরঃ ছয়টি।
১০) জাতিসংঘের কোন শাখা প্রশাসনিক কাজ পরিচালনা করে?
উত্তরঃ সচিবালয়।
১১) বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে কোন পরিষদ?
উত্তরঃ নিরাপত্তা পরিষদ।
১২) জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২৪ অক্টোবর।
১৩) বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
১৪) ইউনিসেফ এর পুরো নাম কি?
উত্তরঃ জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল।
১৫) ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
১৬) খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ইতালির রোমে।
১৭) বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
উত্তরঃ ২৫ জুন ১৯৪৬।
১৮) বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৫৫ সালে।
১৯) বিশ্বব্যাংক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন নাম কি?
উত্তরঃ ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
২০) বিশ্বব্যাংক ইনস্টিটিউট নামকরণ কত সালে হয়?
উত্তরঃ ২০০২ সালে।
সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান– ২০২১ এর তথ্য সম্পর্কে জানুন
সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন