আইসিসি টি২০ বিশ্বকাপ- ২০২১ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন | সাম্প্রতিক সাধারণ জ্ঞান

আইসিসি টি২০ বিশ্বকাপ- ২০২১ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন

আইসিসি টি২০ বিশ্বকাপ-২০২১ এর বিষয়ক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানমূলক প্রশ্নঃ

তারিখঃ ১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১
ফাইনাল ম্যাচের তারিখঃ ১৪ নভেম্বর ২০২১
ব্যবস্থাপকঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আসরঃ সপ্তম।
অংশগ্রহণকারী দলঃ ১৬ টি।
খেলার সংখ্যাঃ ৪৫
খেলার ভেন্যুঃ সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
চ্যাম্পিয়ন দলঃ অস্ট্রেলিয়া।
রানার্সআপ দলঃ নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মোট রান- ১৭২/৪ (২০)
অস্ট্রেলিয়ার মোট রান- ১৭৩/২ (১৮.৫)
জয়লাভঃ ৮ উইকেটে জয়ী।
অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।
ম্যান অব দ্যা ম্যাচঃ মিশেল মার্স।
ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ ডেভিড ওয়ার্নার।
সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানঃ বাবর আজম (৩০৩)
সর্বোচ্চ উইকেট শিকারী বলারঃ ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৬)

1 thought on “আইসিসি টি২০ বিশ্বকাপ- ২০২১ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন | সাম্প্রতিক সাধারণ জ্ঞান”

  1. Pingback: সাফ নারী চ্যাম্পিয়নশিপ- ২০২২ নিয়ে প্রশ্নোত্তর - Oporajito Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *