আইসিসি টি২০ বিশ্বকাপ-২০২১ এর বিষয়ক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানমূলক প্রশ্নঃ
তারিখঃ ১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১
ফাইনাল ম্যাচের তারিখঃ ১৪ নভেম্বর ২০২১
ব্যবস্থাপকঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আসরঃ সপ্তম।
অংশগ্রহণকারী দলঃ ১৬ টি।
খেলার সংখ্যাঃ ৪৫
খেলার ভেন্যুঃ সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
চ্যাম্পিয়ন দলঃ অস্ট্রেলিয়া।
রানার্সআপ দলঃ নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মোট রান- ১৭২/৪ (২০)
অস্ট্রেলিয়ার মোট রান- ১৭৩/২ (১৮.৫)
জয়লাভঃ ৮ উইকেটে জয়ী।
অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।
ম্যান অব দ্যা ম্যাচঃ মিশেল মার্স।
ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ ডেভিড ওয়ার্নার।
সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানঃ বাবর আজম (৩০৩)
সর্বোচ্চ উইকেট শিকারী বলারঃ ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৬)
Pingback: সাফ নারী চ্যাম্পিয়নশিপ- ২০২২ নিয়ে প্রশ্নোত্তর - Oporajito Blog