ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি ও কি কি?

ডাটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?

যে সিস্টেমে উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করা যায়, তাকে ডাটা কমিউনিকেশন সিস্টেম বলে।

ডেটা কমিউনিকেশনের উপাদান: ডেটা কমিউনিকেশন এর উপাদান হল- ৫টি। যথা:–
১। উৎস (Source)
২। প্রেরক (Transmitter/Sender)
৩। মাধ্যম (Medium)
৪। প্রাপক (Receiver)
৫। গন্তব্য (Destination)

ডেটা কমিউনিকেশনের উপাদান গুলোর বর্ণনা নিচে দেওয়া হল:-

১। উৎস (Source):-
যে ডিভাইস হতে ডেটা বা উপাত্তকে প্রেরণের উদ্দেশ্যে উৎপন্ন বা তৈরি করা হয়, তাকে উৎস (Source) বলে। যেমন:- কম্পিউটার, টেলিফোন প্রভৃতি।

২। প্রেরক (Transmitter/Sender):-
ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা এবং ডেটা বা উপাত্তকে এনকোড করে যে মাধ্যম বা চ্যানেল দ্বারা পরিবাহিত হবে তা উপযোগী করে তোলে তাকে প্রেরক (Transmitter/Sender)বলে। যেমন:- মডেম, রাউটার প্রভৃতি।

৩। মাধ্যম (Medium):-
যার মাধ্যমে ডেটা এক প্রান্ত হতে অন্য প্রান্তে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বলে। যেমন:- ক্যাবল, অপটিক ফাইবার ক্যাবল, প্রভৃতি।

৪। প্রাপক (Receiver):-
প্রাপক হচ্ছে যে ট্রান্সমিশনে ডেটা বা সিগন্যালকে গ্রহণ করা এবং রিসিভার এই এনকোডেড ডেটাকে গ্রহণ করে সিগন্যালকে গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইসে পাঠায়। যেমন:- মডেম, রাউটার প্রভৃতি।

৫। গন্তব্য (Destination):-
ডেটা কমিউনিকেশন সিস্টেমে গন্তব্য (Destination)হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে রিসিভার থেকে ডেটা গ্রহণ করে। যেমন:- টেলিফোন, কম্পিউটার প্রভৃতি।