নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর- ২০২২

‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর জেনে নিন।

১) ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

কাতার

রাশিয়া

জাপান

ব্রাজিল

উত্তরঃ কাতার

২) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

আফ্রিকা

ইউরোপ

এশিয়া

উত্তর আমেরিকা

উত্তরঃ এশিয়া

৩) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

সুয়েজ খাল

পানামা খাল

মিসিসিপি

ভলগা

উত্তরঃ পানামা খাল

৪) পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি?

সাহারা মরুভূমি

ধর মরুভূমি

চোলিস্তান মরুভূমি

কচ্ছের রণ

উত্তরঃ সাহারা মরুভূমি

৫) চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে-

ভারত

ইন্দোনেশিয়া

যুক্তরাষ্ট্র

নাইজেরিয়া

উত্তরঃ ভারত

৬) লন্ডন কোন দেশের রাজধানী?

কানাডা

যুক্তরাজ্য

অস্ট্রেলিয়া

ফ্রান্স

উত্তরঃ যুক্তরাজ্য

৭) হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে?

ভিয়েতনাম

শ্রীলংকা

ইন্দোনেশিয়া

ফিনল্যান্ড

উত্তরঃ ইন্দোনেশিয়া

৮) পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর কোথায়?

ব্রিটিশ মিউজিয়াম

ভারতীয় জাতীয় জাদুঘর

ইরাকের জাতীয় জাদুঘর

ঢাকা জাতীয় যাদুঘর

উত্তরঃ ব্রিটিশ মিউজিয়াম।

৯) পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি?

পিরামিড

বুর্জ খলিফা

কুতুবমিনার

অপেরা হাউস

উত্তরঃ পিরামিড

১০) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি?

দক্ষিণ মহাসাগর

উত্তর মহাসাগর

প্রশান্ত মহাসাগর

ভারত মহাসাগর

উত্তরঃ প্রশান্ত মহাসাগর

মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

1 thought on “নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর- ২০২২”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *