Contents
‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা– ২০২২
কুইজের বিষয় সমূহঃ
আন্তর্জাতিক বিষয়াবলি
পুরস্কারঃ
কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে নির্ধারিত প্রাইজ মানি।
অংশগ্রহণের তারিখঃ
১০ নভেম্বর (সকাল ১০টা) হইতে- ১৫ নভেম্বর ২০২২- (সকাল ১০টা) পর্যন্ত।
[ ১0 তারিখ (সকাল ১০টায়) আমাদের ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং গ্রুপে গুগল ফর্মের লিংক পোষ্ট করা হবে। কুইজের অংশগ্রহণ করার পূর্বে নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে।]
ফলাফল প্রকাশঃ
১৬ নভেম্বর (সকাল ১০ টায়)
‘কুইজ নভেম্বর’এর ফলাফল জেনে নিন-
বিজয়ীদের নামঃ-
১ম- মুন্নী পাটোয়ারী – (01321***630)- Dhaka
২য়- Abdul jobber Bappi- (01719***408)- Chattogram
৩য়- Mohammad Rakib Hossain- (01714***067)- Cumilla
৪র্থ- Galibatun Nur Fatima- (01516***511)- Netrokona
৫ম- Samima Akter- (01794***133)- Kishoreganj
৬ষ্ঠ- Jasmin Begum- (01749***590)- Sylhet
৭ম- Shoyaib Bin Ahmed- (01773***441)- Dhaka
৮ম- Sheikh Tuhin Alam- (01997***970)- Dhaka
৯ম- Maruf Hossain Fida- (01718***362)- Dhaka
১০ম- Mohammad Imtiaz- (01754***370)- Chittagong
ফলাফল প্রকাশের নিয়মাবলীঃ
১) লটারিতে সর্বমোট ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।
২) সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।
৩) সফটওয়্যারে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের তালিকা দেওয়া হবে, তারপর ক্রমানুযায়ী (প্রথমে ১০ম স্থান হইতে ১ম স্থান) ড্র করা হবে।
৪) ক্রমানুযায়ী যাদের নাম লটারিতে উঠবে তারাই (১০-১) বিজয়ী হিসাবে গণ্য হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। এ কুইজ প্রতিযোগিতা শুধু বাংলাদেশে থাকা সকল নাগরিকগণের জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
8। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৭। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito
২০২২ সালের নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর জেনে নিন।
ডিসেম্বর মাসের মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা– ২০২২ এর বিস্তারিত তথ্য জেনে নিন।