ন্যাটো কি এবং এর উদ্দেশ্য | ন্যাটো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ন্যাটো কি এবং এর উদ্দেশ্য

NATO এর পূর্ণনাম নাম- North Atlantic Treaty Organization (NATO)

ন্যাটো কী?

ন্যাটোর হচ্ছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা North Atlantic Treaty Organization (NATO)। ন্যাটোর শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং সদস্যদের নিরাপত্তা রক্ষার জন্য ইউরোপীয় এবং উত্তর আমেরিকার দেশগুলোর প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

ন্যাটো কবে গঠিত হয় – ৪ এপ্রিল ১৯৪৯
ন্যাটোর সংস্থাটির সদর দফতর কোথায় – বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
ন্যাটোর মোট সদস্য দেশ কয়টি- ৩০টি
ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কয়টি- ১২টি

ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যগুলো হলঃ

বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

ন্যাটোর উদ্দেশ্য কী?

এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটো একটি সম্মলিত নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় অন্তর্ভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আবার, ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে বলেছিলেন যে, “এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা এবং জার্মানদের দাবিয়ে রাখা”

ন্যাটোর সদস্য হওয়ার শর্ত কী?

যে কোন ইউরোপিয়ান দেশেগুলোর জন্য সদস্যপদ গ্রহণ উন্মুক্ত রয়েছে। যদি সে দেশগুলো নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে নেটোর নিয়ম ও নীতিমালার সাথে সম্মত থাকে, সে ক্ষেত্রে বিশেষ কোন সমস্যা নেই।

ন্যাটোর দাপ্তরিক ভাষা কয়টি?

ন্যাটোর ওয়েবসাইট ৪টি ভাষায় কন্টেন্ট সরবরাহ করে। ৪টি ভাষা হলো দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফ্রেন্স এবং ইউক্রেনিয়ান ও রাশিয়ান।

ন্যাটো (NATO)কোন ধরনের জোট- উত্তর সামরিক জোট
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি- উত্তর মেসিডোনিয়া (২৭/০৩/২০২০)
ন্যাটোর বর্তমান মহাসচিব কে- জেসন স্টলবারবার্গ
ন্যাটোর মুসলিম সদস্য দেশ কয়টি – ২টি (তুরস্ক ও আলবেনিয়া)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *