এক নজরে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিনঃ-
পদ্মা সেতুর নাম – পদ্মা সেতু
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? – ৬.১৫ কিলোমিটার।
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য- ৯.৮৩ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত? – ২১.৬৫ মিটার।
মোট পিলারের সংখ্যা কত? – ৪২টি
স্প্যানের সংখ্যা কত? – ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? – ১৫০ মিটার।
স্প্যানগুলোর মোট ওজন কত? – ১,১৬,৩৮৮ টন।
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা কত? – ৬টি
পাইলের ব্যাস কত? – ৩ মিটার।
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? – ১২৮ মিটার।
মোট পাইলের সংখ্যা কত? – ২৬৪টি (ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ- ৯১৮ হেক্টর।
ব্যবহৃত স্টিলের পরিমাণ – ১,৪৬,০০০ মেট্রিক টন।
নির্মাণ কাজ শুরু হয় কবে? – ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে? – মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে।
সক্ষমতা- দৈনিক ৭৫ হাজার যানবাহন।
পানির স্তর থেকে সেতুর উচ্চতা- ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি কেমন- ইংরেজি এস (S) অক্ষরের মতো।
পদ্মা সেতু ভূমিকম্প সহনশীল মাত্রা কত?- রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন।
এপ্রোচ রোডের দৈর্ঘ্য কত? – ১২ কিলোমিটার।
নদীশাসন কত কিলোমিটার? – ১৬.২১ কিলোমিটার।
সেতুর আয়ুষ্কাল- ১০০ বছর।
সেতুর মোট ব্যয়- ৩০,১৯৩,৩৯ কোটি
পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে দায়িত্ব পেল যে প্রতিষ্ঠান-
প্রতিষ্ঠান দুটি হচ্ছে- কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)।
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? – ১২২তম সেতু।
সংযোগকারি স্থানসমূহ কি কি?- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের জাজিরা।
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে কয়টি জেলা – ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষ।
পদ্মা সেতুতে যে সব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন- চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
পদ্মা সেতুতে প্রথম বাস উঠেছে – গ্রীণলাইন।
প্রথম টোল দিয়েছে- এনা
পদ্মা সেতুতে প্রথম টোল দিয়ে পাড়ি দেয় – মোটরসাইকেল আরোহী।
পদ্মা সেতুতে প্রথম নারী মোটরসাইকেল চালক কে? – লেডি বাইকার (রুবায়াত রুবা)
বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত তথ্য জেনে নিন