Contents
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বুঝায়?
উত্তরঃ ‘প্রত্ন’ শব্দের অর্থ হচ্ছে অতি পুরাতন বা প্রাচীন।এই সম্পর্কিত যে তত্ত্ব, তা-ই হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রাচীন কালের ব্যবহৃত জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব অস্ত্র ইত্যাদি।
বাংলাদেশে সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শনঃ
বাংলাদেশের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হল-
বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে সেগুলো হল- মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর ও উয়ারী-বটেশ্বর।
বাংলাদেশে সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে কোনটি?
উত্তরঃ উয়ারী-বটেশ্বর।
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় যে, এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ-নগরী।বিশেষজ্ঞদের মতে এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক স্থান। তবে বলা যায়, ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যাণ্ডস এবং নিউ জিল্যাণ্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন-১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
উয়ারী-বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকরা যা ধারণা করেছেন, তা বর্ণনাঃ
উত্তরঃ যা ধারণা করেছেন, তা হলো- শীতলক্ষ্যা নদীপারের বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস। দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা-বাণিজ্য জনপদ পর্যন্ত সুদূর প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা মতে, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বাণিজ্যের কাজ চলত।
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সম্পর্কে জেনে নিন