বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম স্থান গুলো হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতী, সোনারগাঁ। বাংলাদেশের ঐতিহাসিক স্থান এগুলো আমাদের অতীতের নিদর্শন ও সংস্কৃতি, সে সময়কার জীবনযাপন সম্পর্কে আমরা ধারণা পাই।

১) ‘মহাস্থানগড়’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বগুড়া

২) মৌর্য আমলে মহাস্থানগড়ের নাম কী ছিল?
উত্তরঃ পুণ্ড্রনগর।

৩) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ করতোয়া নদীর তীরে।

৪) প্রাচীন ব্রাহ্মী শিলালিপি কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ মহাস্থানগড়ে

৫)’ ভবদহ বিল’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ যশোর

৬) ‘লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁ

৭) পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়।

৮) পাহাড়পুরে কী কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তরঃ জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা।

৯) ময়নামতী কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লায়।

১০) ময়নামতী কার স্ত্রীর নাম?
উত্তরঃ অষ্টম শতকের রাজা মাণিক চন্দ্রের।

১১) বৌদ্ধ সভ্যতার অন্যতম কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়নামতী।

১২) পাহাড়পুর বৌদ্ধ বিহারে ভিক্ষুদের জন্য কতটি কক্ষ রয়েছে?
উত্তরঃ ১৭৭টি।

১৩) সোনারগাঁ ও লালবাগ কেল্লা কোন সময়কার ঐতিহাসিক নিদর্শন?
উত্তরঃ ১৭ শতকের।

১৪) সোনারগাঁ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : মেঘনা নদীর তীরে।

১৫) গিয়াসউদ্দিন আজম শাহর মাজার কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁয়।

১৬) শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৯৭৫ সালে।

১৭) লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে।

১৮) কত সালে লালবাগ কেল্লা তৈরি করা হয়?
উত্তরঃ ১৬৭৮ সালে।

১৯। আহসান মঞ্জিল কে তৈরি করেন?
উত্তরঃ জমিদার শেখ এনায়েতুল্লাহ।

২০) কত সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?
উত্তরঃ ১৯৮৫ সালে।

২১) ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলা একাডেমীতে

২২) ‘পাহাড়পুর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ

২৩) ‘কান্তজির মন্দির’ কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর

২৪) ‘আহসান মঞ্জিল’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা

২৫) ‘শালবন বিহার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লার ময়নামতিতে

২৬)’বরেন্দ্র জাদুঘর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী

২৭) ‘তাজহাট রাজবাড়ী কোথায় অবস্থিত?
উত্তরঃ রংপুর

২৮) ‘রকস মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়

২৯) পাহাড়পুর নিদর্শনটি কোন রাজার শাসনামলে নির্মিত হয়?

উত্তরঃ পাল রাজা ধর্মপালের শাসনামলে।

৩০) ‘সোমপুর বিহার’ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ নওগাঁ জেলায় অবস্থিত।

৩১) পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে?

উত্তরঃ ধর্মপাল

 

বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন।

বাংলাদেশের ভৌগোলিক উপনাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *