Contents
বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ
দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি অন্যতম নদীমাতৃক দেশ। বাংলাদেশের নদ-নদীর শাখা-প্রশাখাসহ প্রায় ৩১০ টি নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে আছে।বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত বিভিন্ন নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে।
বাংলাদেশের প্রধান নদ-নদী সমূহঃ
নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদ-নদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। বৃহৎ নদী হিসেবে অন্যতম কয়েকটি উল্লেখ করা যায় এমন নদী সমূহ হচ্ছে- পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী, তিস্তা ইত্যাদি।
বাংলাদেশের বিভিন্ন নদ-নদী সম্পর্কিত প্রশ্নঃ
১) বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি?
উত্তরঃ ২৩০টি।
২) বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক নদী আছে কয়টি?
উত্তরঃ ৫৭টি।
৩) ভারতে উৎপত্তি হয়েছে কয়টি নদীর?
উত্তরঃ ৫৪টি।
৪) মায়ানমারে উৎপত্তি হয়েছে কয়টি নদীর?
উত্তরঃ ৩টি।
৫) বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কত?
উত্তরঃ ৫৮ টি।
৬) বাংলাদেশ-ভারত নদী কমিশন গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালে।
মেঘনা নদীঃ
১) বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি?
উত্তরঃ মেঘনা
২) বাংলাদেশের দীর্ঘতম (বৃহত্তম) নদী কোনটি?
উত্তরঃ মেঘনা
৩) আসামের লুসাই পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি ?
উত্তরঃ মেঘনা নদী।
৪) বাংলাদেশের গভীরতম নদীর নাম কী?
উত্তরঃ মেঘনা নদী।
৫) বাংলাদেশের ভেতর কোন নদী দুই ভাগ হয়ে কিছুদূর প্রবাহিত হয়ে আবার মিলিত হয়?
উত্তরঃ মেঘনা নদী।
৬) মেঘনার উপনদী কী কী?
উত্তরঃ তিতাস, গোমতী, মনু ও বাউলাই।
পদ্মা নদীঃ
১) রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ পদ্মা নদী তীরে।
২) পদ্মা নদীর অপর নাম কি?
উত্তরঃ কীর্তিনাশা।
৩) পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ গঙ্গোত্রী হিমবাহ।
৪) কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায় কোথায়?
উত্তরঃ পদ্মা নদীতে।
৫) পদ্মা নদী মেঘনা নদীর সাথে কোথায় মিশেছে?
উত্তরঃ চাঁদপুরে।
৬) পদ্মার শাখা নদী কী কী?
উত্তরঃ ইছামতি, গড়াই, ভৈরব, কুমার ও আড়িয়াল খাঁ।
৭) পদ্মার একমাত্র উপনদী কোনটি?
উত্তরঃ মহানন্দা।
৮) বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
উত্তরঃ পদ্মা।
৯) পদ্মা নদীর শাখা নদী কী কী?
উত্তরঃ ইছামতি, ভৈরব ও আড়িয়াল খাঁ।
১০) কোনটি পদ্মা নদীর উপনদী?
উত্তরঃ মহানন্দা নদী ।
যমুনা নদীঃ
১) বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
উত্তরঃ যমুনা নদী।
২) যমুনা নদীর পূর্ব নাম কী?
উত্তর : জোনাই।
৩) কোথায় যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয়ছে?
উত্তর : গোয়ালন্দে।
৪) যমুনা নদীর উপনদী কী কী?
উত্তরঃ তিস্তা, আত্রাই, করতোয়া, ধরলা, বাঙালি ইত্যাদি।
৫) ঐতিহাসিক পানিপথ নামক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা
৬) কোথায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে বিভক্ত হয়েছে?
উত্তর : দেয়ানগঞ্জের কাছে।
৭) যমুনা নদীর উৎপত্তি কোথায় ?
উত্তরঃ কৈলাস শৃঙ্গের মানস সরোবর
বুড়িগঙ্গা নদীঃ
১) ঢাকা কোন নদীর তীরে অবস্থিতি ?
উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে।
২) বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কী?
উত্তরঃ দোলাই নদী।
৩) বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত
উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে।
ব্রহ্মপুত্র নদঃ
১) ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কোন অঞ্চল দিয়ে?
উত্তরঃ কুড়িগ্রামের ভেতর দিয়ে।
২) ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ কোথায় প্রবাহিত হয়েছে?
উত্তরঃ ময়মনসিংহের ভেতর দিয়ে।
৩) ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ভৈরবের কাছে মেঘনায় পতিত হয়েছে।
৪) কোন নদীর স্রোত পরিবর্তন হয়ে যমুনা নদী হয়?
উত্তরঃ পুরাতন ব্রহ্মপুত্র।
৫) কী কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদীর স্রোত পরিবর্তন হয়?
উত্তরঃ ভূমিকম্পের কারণে।
৬) কত সালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর স্রোত পরিবর্তন হয়?
উত্তরঃ ১৭৮৭ সালে।
৭) ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কী?
উত্তরঃ লৌহিত্য।
৮) ধবলা ও দুধকুমার কোন নদের উপনদী?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদের।
৯) সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোন নদী?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদের।
১০) বিশ্বে দৈর্ঘ্যের দিক দিয়ে ব্রহ্মপুত্র নদের অবস্থান কত?
উত্তরঃ ২২তম।
১১) ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২,৮৫০ কিলোমিটার।
১২) বাংলাদেশের বৃহত্তম নদের নাম কী?
উত্তরঃ ব্রহ্মপুত্র।
১৩) ব্রহ্মপুত্র নদের শাখা নদী কোনটি ?
উত্তরঃ যমুনা নদী
১৪) ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় ?
উত্তরঃ তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর
১৫) ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থলের নাম কী?
উত্তরঃ সাংপো।
সুরমা নদীঃ
১) সিলেট কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ সুরমা নদী।
২) বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তরঃ সুরমা।
৩) সুরমা নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৯৯ কিলোমিটার।
কর্ণফুলী নদীঃ
১) বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উত্তরঃ কর্ণফুলী
২) বাংলাদেশের কোন নদিতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ?
উত্তরঃ কর্ণফুলী
৩) কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ লুসাই পাহাড়ে
৪) কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩২০ কি.মি
৫) কর্ণফুলী নদীর প্রধান উপনদী কি কি?
উত্তরঃ কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং
৬) বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর অবস্থিত?
উত্তরঃ কর্ণফুলী তীরে।
তিস্তা নদীঃ
১) তিস্তা নদীর উৎপত্তি ?
উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চল।
২) বাংলাদেশে তিস্তা নদী কোন অঞ্চল দিয়ে প্রবেশ করে?
উত্তরঃ ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে।
৩) তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৭ সালের বন্যায়।
৪) তিস্তা নদী মিলিত হয় কোথায়?
উত্তরঃ ব্রহ্মপুত্রের সাথে।
৫) তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ ১৭৭ কি.মি এবং ৩০০ থেকে ৫৫০ মি.।
৬) বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান উৎস হচ্ছে?
উত্তরঃ তিস্তা নদী।
৭) তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হয় কবে?
উত্তরঃ ১৯৯৭-৯৮ সালে।
বরাক নদীঃ
১) বরাক নদী কী কী নামে বিভক্ত হয়েছে?
উত্তরঃ সুরমা ও কুশিয়ারা নামে।
২) বরাক নদী কোথায় গিয়ে বিভক্ত হয়েছে?
উত্তরঃ সিলেট জেলার অমলশিদে।
৩) বরাক নদী কোথায় পুনরায় মিলিত হয়েছে?
উত্তরঃ মারকুলির কাছে কালনি নামে।
আরও অন্যান্য নদীর প্রশ্ন সমূহঃ
কুড়িগ্রাম কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ধলেশ্বরী
কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ গড়াই নদীর তীরে।
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোন জেলা ?
উত্তরঃ চাঁদপুর জেলা।
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কীর্তনখোলা নদীর তীরে।
গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মধুমতি নদীর তীরে।
রংপুর কোন নদীর তীরে অবস্থিতি ?
উত্তরঃ তিস্তা নদীর তীরে।
খুলনা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ভৈরব নদীর তীরে।
যশোর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কপোতাক্ষ নদীর তীরে।
সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমা নির্ধারণকারী নদী কোনটি ?
উত্তরঃ হারিয়াভাঙ্গা নদী।
কোন নদীতে জোয়ারভাটা হয় না?
উত্তরঃ গোমতী নদী।
চলন বিল কোন কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ পাবনা ও নাটোর।
বাংলাদেশ ও মায়ানমার সীমারেখা বরাবর প্রবাহিত নদী কোনটি ?
উত্তরঃ নাফ নদী।
বঙ্গোপসাগরে কোন কোন নদী পতিত হয়েছে?
উত্তরঃ মেঘনা, কর্ণফুলী, সাঙ্গু ও ফেনী।
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদীর নাম কী?
উত্তরঃ কুলিখ।
নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৬ কিমি.।
নদী ও নারী উপন্যাসের রচয়িতা
উত্তরঃ হুমায়ুন কবির।
হালদা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ খাগড়াছড়ির বদনাতলী পর্বতমালায়।
বাংলাদেশের কোন নদীতে জোয়ার-ভাটা হয় না?
উত্তরঃ গোমতী নদীতে।
গোমতী নদী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা।
কারখানা নদী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালী।
সুন্দরবনের পূর্বে কোন নদী?
উত্তরঃ বলেশ্বর।
সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
উত্তরঃ রায়মঙ্গল।
চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
উত্তরঃ আত্রাই।
বাংলাদেশের জলসীমার সমাপ্তি কোথায়?
উত্তরঃ হালদা নদী।
বাংলাদেশের কোন নদীর নাম মানুষের নামে রাখা হয়েছে?
উত্তরঃ রূপসা।
কার নামে রূপসা নদীর নাম রাখা হয়েছে।
উত্তরঃ রূপলাল সাহার নামে।
বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি?
উত্তরঃ গোবরা।
গোবরা নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ তেঁতুলিয়া।
গোবরা নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪ কিলোমিটার।
রংপুর জেলার উল্লেখযোগ্য নদ-নদী কী কী?
উত্তরঃ তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া ও চিকলী।
নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তরঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুকান্দিতে।
শীতলক্ষ্যা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ পদ্মা নদী থেকে।
বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায়?
উত্তরঃ নারায়ণগঞ্জ।
বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ফরিদপুরে।
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সম্পর্কে বিস্তারিত পড়ুন।
বাংলাদেশের ভৌগোলিক উপনাম সম্পর্কে বিস্তারিত পড়ুন।
পৃথিবীর বিভিন্ন জায়গার ভৌগোলিক উপনাম সম্পর্কে বিস্তারিত পড়ুন।