২০২২ সালের ডব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী গত ১ বছরের ব্যবধানে ভিয়েতনামকে পেছনে ফেলে বাংলাদেশ আবার এখন দ্বিতীয় শীর্ষ স্থানে।
তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান – দ্বিতীয়।
তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে প্রথম- চীন।
তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে তৃতীয়- ভিয়েতনাম।
বৈশ্বিক পোশাক রপ্তানিতে শীর্ষ তিন দেশঃ-
২০২১ সালে রপ্তানি:
১.চীন -১৭,৬০০ কোটি ডলার।
২.বাংলাদেশ- ৩,৪০০ কোটি ডলার।
৩.ভিয়েতনাম-৩,১০০ কোটি ডলার।
২০২০ সালে রপ্তানি:
১. চীন- ১৪,২০০ কোটি ডলার।
২. ভিয়েতনাম- ২,৯০০ কোটি ডলার।
৩. বাংলাদেশ- ২,৮০০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো- (০২.১২.২২)