বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান সমূহের তালিকা:-
১। উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থান ।
২। উয়ারী- বটেশ্বরী অবস্থিত নরসিংদী।
৩। উয়ারী- বটেশ্বরের সময়কার ৪০০ খ্রিষ্টপূর্ব ।
৪। উয়ারী- বটেশ্বরের সভ্যতা ২৫০০ বছরের প্রাচীন।
৫। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান মহাস্থানগড়।
৬। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ড্রনগর ।
৭। মহাস্থানগড়ের পুরাতন নাম পুণ্ড্রবর্ধন।
৮। প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থানগড়ে অবস্থিত।
৯। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।
১০। বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড্র।
১১। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়।
১২। প্রাচীন বাংলায় জনপদের নাম ছিল পুণ্ড্র ।
১৩। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী মহাস্থানগড়ে।
১৪। মহাস্থানগড় মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
১৫। বাংলাদেশের মহাস্থানগড়ে মৌর্যযুগের শিলালিপি পাওয়া যায়।
১৬। মহাস্থানগড়ে মৌর্য যুগের শিলালিপি পাওয়া যায়।
১৭। মহাস্থানগড়ে বিখ্যাত সাধক শাহ বলখীরে মাজার অবস্থিত।
১৮। “বৈরাগীর ভিটা” অবস্থিত বগুড়ায়।
১৯। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
২০। করতোয়া মহাস্থানগড়ের পূর্বদিকে প্রবাহিত নদ।
২১। “শীলাদেবীর ঘাট” বগুড়ায় অবস্থিত।
২২। মহাস্থানগড় কে (২০১৬-১৭) সালে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়।
২৩। মহাস্থান গড় স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নিবারণ করা হয়।
২৪। দক্ষিণ দিনাজপুরের বানগড়ে চিহ্নিত হয়েছে কোটিবর্ষ প্রাচীন নগর।
২৫। পাঁচ বিবির মাজার সোনারগাঁও এ অবস্থিত।
২৬। “পানাম” নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
২৭। “হুসেনী দালান” নির্মান করেন মীর মুরাদ।
২৮। সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
২৯। ঢাকার বড় কাটারা ও ছোট কাটরা চকবাজার এলাকায় অবস্থিত।
৩০। শায়েস্তা খাঁ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন।
৩১। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত লালবাগ।
৩২। ঢাকায় বিখ্যাত লালবাগ কেল্লা অবস্থিত।
৩৩। লালবাগ কেল্লা লালবাগ থানায় অবস্থিত।
৩৪। লালবাগ কেল্লা নির্মান করা হয় ১৬৭৮ সালে।
৩৫। লালবাগ কেল্লা নির্মান কাজ শুরু করেন যুবরাজ মোহাম্মদ আযম ।
৩৬। ঢাকার লালবার্গের দূর্গ নির্মাণ করেন শায়েস্তা খান।
৩৭। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ।
৩৮। বিবি পরি ছিলেন শায়েস্তা খানের কন্যা।
৩৯। লালবাগ কেল্লা পরিবিবির সমাধি।
৪০। রামসাগর দীঘি অবস্থিত দিনাজপুর জেলায়।
৪১। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় ১৯৭২ সালে।
৪২। ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আবদুল গণি।
৪৩। আহসান মঞ্জিল ঢাকা জেলায় অবস্থিত।
৪৪। রাজশাহীর বড়কুঠি নির্মিত হয় ডাচ আমলে।
৪৫। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে।
৪৬। চট্টগ্রামে ও কুমিল্লায় কমনওয়েলথ এর সমাধি আছে।
৪৭। কুমিল্লা জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্বরণে কমনওয়েলথ এর যুদ্ধ সমাধি আছে।
৪৮। ষাট গম্বুজ মসজিদ সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ।
৪৯। পীর খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদটি নির্মান করেন।
৫০। বাগেরহাট জেলায় বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ অবস্থিত।