বাংলা সাহিত্যের সকল প্রথম- কাব্য, গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ

বাংলা সাহিত্যের সকল প্রথম- কাব্য, গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ

বাংলা সাহিত্যের সকল প্রথম- কাব্য, গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নবপূর্ণ:-

কাব্যঃ

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কি?
উত্তরঃ চর্যাপদ।

রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে ছিল?
উত্তরঃ কবি কৃত্তিবাস।

কোন কবি রামায়ণ প্রথম মহিলা অনুবাদক?
উত্তরঃ চন্দ্রাবতী।

বাংলা সাহিত্যের প্রথম চরিত্র কি?
উত্তরঃ নিরঞ্জন।

কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান?
উওরঃ ইউসুফ জুলেখা।

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ছিল?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যের নাম কি?
উওরঃ পদ্মিনী উপাখ্যান।

বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি কে ছিল?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে ছিল?
উত্তরঃ চন্ডীদাস।

বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি?
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।

মেঘনাদবধ কাব্য গ্রন্থটি কে রচয়িতা করেছিল?
উওরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম বিদ্রহী কবি কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম সনেট কি?
উত্তরঃ চতুর্দশপদী কবিতাবলী।

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কি?
উত্তরঃ বিরাঙ্গনা কাব্য।

বাংলা সাহিত্যের প্রথম গীতকবি কে ছিল?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্ত্তী।

বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতার রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা কি?
উত্তরঃ আত্মবিলাপ।

বাংলা সাহিত্যের প্রথম দেহত্মবাদী কবি কে?
উত্তরঃ ত্রিপতী বন্দোপাধ্যায়।

বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ কাব্য কি?
উত্তর: শ্রীরাম পাঁচালি।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল?
উত্তরঃ চন্দ্রাবতী।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা মুসলিক কবি ছিল?
উত্তরঃ মাহমুদা খাতুন সিদ্দিকা।

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
উত্তরঃ কায়কোবাদ।

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে ছিল?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরি।

প্রবন্ধঃ

বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি?
উওর: বেদান্ত।

বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে ছিল?
উওর: রাজা রামমোহন রায়।

নাটক ও প্রহসন:

বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কি?
উওরঃ ভদ্রার্জুন।

ভদ্রার্জুন নাটকটির রচয়িতা?
উওরঃ তারাচরণ শিকদার।

বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম?
উওরঃ কুলীনকুলসর্বস্ব।

কুলীনকুলসর্বস্ব নাটকটি রচয়িতা ?
উওরঃ রামনারায়ণ তর্করত্ন।

বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম কি?
উওরঃ কৃষ্ণকুমারী।

কৃষ্ণকুমারীর নাটকের রচয়িতা?
উওরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটকের নাম কি?
উত্তরঃ পদ্মাবতী।

পদ্মাবতী নাটকটির রচয়িতা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার এর নাম কি?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম আধুনিক/সার্থক মৌলিক নাটকের নাম কি?
উত্তরঃ শর্মিষ্ঠা।

শমিষ্ঠা নাটকটির রচয়িতা কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি ?
উত্তরঃ কৃষ্ণকুমারী।

বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকটি ‘কৃষ্ণকুমারী’ রচনা করেন কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কি?
উওরঃ একেই কি বলে সভ্যতা।

প্রথম বাংলা নাটকের অভিনয় কোথায় করা হয়?
উত্তরঃ বেঙ্গল থিয়েটারে।

রোমিও জুলিয়েট সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন?
উত্তরঃ হরচন্দ্র ঘোষ।

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ এর নাম কি?
উত্তরঃ বিষাদ সিন্ধু।

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে নাটকের নাম কি?
উত্তরঃ জমিদার দর্পন।

উপন্যাসঃ

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উওরঃ আলালের ঘরের দুলাল।

বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের নাম কি?
উত্তরঃ কল্পতরু।

কল্পতরু উপন্যাসের রচয়িতা ?
উত্তরঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস?
উত্তরঃ ফুলমনি ও করুনার বিবরন।

ফুলমনি ও করুনার বিবরন উপন্যাসটি রচনা করেন কে?
উত্তরঃ হ্যানা কেথেরিন ম্যালেন্স।

বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি?
উওরঃ কপালকুণ্ডলা।

কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা?
উওরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ?
উত্তরঃ “পথিক তুমি পথ হারাইয়াছ”-কপালকুন্ডলা।

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি?
উওর: দুর্গেশ নন্দিনী।

দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা?
উওরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তরঃ দুর্গেশ নন্দিনী।

বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্র্যাজেডির নাম?
উওর: কীর্তিবিলাস।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিল?
উত্তরঃ স্বর্ণ কুমারী দেবী।

প্রথম মহিলা ঔপন্যাসিকের উপন্যাস?
উওরঃ মেবার রাজ।

বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্তিক উপন্যাস?
উত্তরঃ চোখের বালি।

বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস?
উত্তরঃ বাঁধনহারা।

বাঁধনহারা পত্র উপন্যাসটির রচয়িতা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

কীর্তিবিলাস রচনা কে করেন?
উওরঃ যোগেন্দ্রনাথ গুপ্ত।

চোখের বালি রচনা করেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

গদ্যঃ

বাংলা গদ্যের জনক?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ।

প্রভাবতী সম্ভাষণ রচনা করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।

কৃপার শাস্ত্রের অর্থভেদ গদ্যগ্রন্থটি প্রকাশক?
উত্তরঃ ফাদার গেরেঁ।

বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্পকার কে ছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলা সাহিত্যে প্রথম চলিত গদ্য রীতির প্রবর্তক?
উত্তরঃ প্রমথ চৌধুরি।

বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙ্গালী লেখক?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী কি?
উত্তরঃ পালামৌ।

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান গদ্যকার?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।

বাংলা সাহিত্যের মুসলমান লেখক রচিত প্রথম গল্পটির নাম কি?
উত্তরঃ রত্নবতী।

কোনটি বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প?
উত্তরঃ দেনা পাওনা।

কাকে বাংলা বিজ্ঞান কল্পকাহিনীর জনক বলা হয়?
উত্তরঃ জগদীশ চন্দ্র বসু কে।

পত্রিকাঃ

বাংলা ভাষায় প্রথম সাময়িকীর নাম?
উওরঃ দিগদর্শন

মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকার নাম?
উওরঃ সমাচার সভারাজেন্দ্র।

দিগদর্শন সাময়িকীর সম্পাদক কে ছিলেন?
উওরঃ জন ক্লার্ক মার্শম্যান।

সমাচার সভারাজেন্দ্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ?
উওরঃ শেখ আলিমুল্লাহ।

একুশঃ

একুশের প্রথম কবিতার নাম?
উত্তরঃ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”– এই কবিতার রচয়িতা কে?
উত্তরঃ মাহবুব উল আলম চৌধুরী।

একুশের প্রথম উপন্যাসের নাম?
উত্তরঃ আরেক ফাল্গুন।

আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা?
উত্তরঃ জহির রায়হান।

কোনটি একুশের প্রথম সাহিত্য সংকলন?
উত্তরঃ একুশে ফেব্রুয়ারী।

একুশে ফেব্রুয়ারী সাহিত্য সংকলনের সম্পাদক?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

ব্যকরণ ও বিবিধঃ

চর্যাপদ আবিষ্কার করছেন কে?
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী।

বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

বাংলা ভাষায় প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রথম বাংলা অক্ষর খোদাইকারী?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।

প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরে নকশা প্রস্তুতকারক?
উত্তরঃ চার্লস উইলকিনস।

বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম?
উওরঃ পর্তুগীজ বাংলা ব্যাকরণ।

পর্তুগীজ বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উওরঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাঁও।

ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের নাম?
উওরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।

প্রথম মুদ্রিত গ্রন্থের নাম?
উওরঃ কথোপকথন।

কথোপকথন গ্রন্থটির রচয়িতা?
উওরঃ উইলিয়াম কেরি।

প্রথম বাংলা ছাপাখানার নাম?
উওরঃ বাংলাপ্রেস।

বাংলাপ্রেস কার উদ্যোগে গঠিত হয়?
উওরঃ সুন্দর মিত্র।

ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম?
উওরঃ নীলদর্পণ।

নীলদর্পণ গ্রন্থটির রচিয়তা?
উওরঃ দীনবন্ধু মিত্র।

বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী মূলক গ্রন্থের নাম?
উত্তরঃ বিদ্যাসাগর চরিত।

বিদ্যাসাগর চরিতকে রচনা করেন?
উত্তরঃ ঈশ্বচন্দ্র বিদ্যাসগর।

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপখ্যান’

 

আরও পড়ুন

বাঙালি জাতির উদ্ভব ও পরিচিতি সম্পর্কে পড়ুন।

বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ

বাংলা সাহিত্যের ইতিহাস