বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনে বিএসটিআই চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পণ্যের মান ও পরিষেবার মান নিয়ন্ত্রণের এই প্রতিষ্ঠান কাজ করে থাকে। এটি একটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি সরকারী প্রতিষ্ঠান। নিচে সকল তথ্য দেয়া হলোঃ-
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
পদ সংখ্যাঃ ১৬ ক্যাটাগরিতে ৯০টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি।
আবেদন ফিঃ ৫৬০ / ৫৬ টাকা
ডকুমেন্ট কন্ট্রোল অফিসার – গ্রেড নং-০৯
ইন্টারনাল অউিট অফিসার – গ্রেড নং-০৯
সহকারী পরিচালক (হিসাব ও আভ্যন্তরীণ নিরীক্ষা ) – গ্রেড নং-০৯
পরীক্ষক (রসায়ন) – গ্রেড নং-০৯
পরীক্ষক (পুরকৌশল, পদার্থ) – গ্রেড নং-০৯
পরীক্ষক ( ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স )- গ্রেড নং-০৯
পরীক্ষক ( টেক্সটাইল ) – গ্রেড নং-০৯
পরীক্ষক ( মেট্রলজি ) – গ্রেড নং-০৯
পরীক্ষক মান ( কৃষি ও খাদ্য ) – গ্রেড নং-০৯
পরীক্ষক মান ( ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স কারিগরি ) – গ্রেড নং-০৯
পরীক্ষক মান ( পুরকৌশল,যন্ত্রকৌশল ) – গ্রেড নং-০৯
ফিল্ড অফিসার (সার্টিফিকেশন) – গ্রেড নং-০৯
মেট্রলজি (সার্টিফিকেশন) – গ্রেড নং-০৯
সহকারি আইন কর্মকর্তা – গ্রেড ১১
অফিস সহায়ক
মোট শূন্যপদঃ ১৬ পদের ৯০ টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে।
অনলাইন আবেদন লিঙ্ক: http://bsti.teletalk.com.bd
ওয়েবসাইট লিঙ্কঃ www.bsti.gov.bd