মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

বিজয় দিবস কুইজ ২০২২

“বিজয়-১৬”

‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

কুইজের বিষয়ঃ

কুইজের বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান।

পুরস্কারঃ

কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে নির্ধারিত প্রাইজ মানি। 

অংশগ্রহণের তারিখঃ

১৪ ডিসেম্বর (সকাল ১০টা) হইতে- ১৮ ডিসেম্বর ২০২২- (সকাল ১০টা) পর্যন্ত।
[ ১৪ তারিখ (সকাল ১০টায়) আমাদের ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং গ্রুপে গুগল ফর্মের লিংক পোষ্ট করা হবে। কুইজের অংশগ্রহণ করার পূর্বে নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে।]

ফলাফল প্রকাশঃ

১৯ ডিসেম্বর (সকাল ১০ টায়)

বিজয়ীদের নামঃ-

১ম- Pranab Banik Akash- (01865***519)- বাগেরহাট
২য়- Umma Habiba- (01710***812)- Gaibandha
৩য়- Musfiqur Rahman Imran- (01621***578)- গাজীপুর
৪র্থ- Tarana- (01601***474)- Moulvibazar
৫ম- Jahangir Alom- (01784***253)- Sunamganj
৬ষ্ঠ- Nazmun Nahar- (01876***414)- Feni
৭ম- Rotna mala biswas – (01747***291)- Kushtia
৮ম- Champa Sadhu – (01317***322)- Khulna
৯ম- Mst Shorifa Jannat – (01780***566)- Sirajganj
১০ম- MD YOUSUF ALI- (01915***951)- Gaibandha

ফলাফল প্রকাশের নিয়মাবলীঃ

১) লটারিতে সর্বমোট ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।
২) সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।
৩) সফটওয়্যারে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের তালিকা দেওয়া হবে, তারপর ক্রমানুযায়ী (প্রথমে ১০ম স্থান হইতে ১ম স্থান) ড্র করা হবে।
৪) ক্রমানুযায়ী যাদের নাম লটারিতে উঠবে তারাই (১০-১) বিজয়ী হিসাবে গণ্য হবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। এ কুইজ প্রতিযোগিতা শুধু বাংলাদেশে থাকা সকল নাগরিকগণের জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
8। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৭। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কুইজের সকল আপডেট তথ্য পেতে আমাদের ব্লগ সাইট এবং ফেসবুক পেইজে চোখ রাখুন, ধন্যবাদ। 

ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito

 

“বিজয়-১৬” এর প্রশ্নোত্তর জেনে নিন-

মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর- ২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *