অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্ন- ২০২১। ‘মাতৃভাষা কুইজ’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।

কুইজের বিষয় সমূহ – বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি।

কুইজের প্রশ্ন-উত্তর সমূহঃ

১) ভাষা আন্দোলনের সূত্রপাত হয়?

ক. ১৯৪৮ সালে

খ. ১৯৫০ সালে

গ. ১৯৫১ সালে

ঘ. ১৯৫২ সালে

উত্তরঃ ক) ১৯৪৮ সালে।

২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য-

ক. মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি

খ. মাতৃভাষার বিদেশে প্রচার

গ. ভাষা অধিকার

ঘ. মাতৃভাষার জনপ্রিয়তা

উত্তরঃ গ) ভাষা অধিকার

৩) কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ‘একুশে ফেব্রুয়ারিকে’ আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়?

ক. ১৭ নভেম্বর, ১৯৯৯

খ. ১৭ নভেম্বর, ২০০০

গ. ১৯ নভেম্বর, ১৯৯৯

ঘ. ২১ নভেম্বর, ১৯৯৯

উত্তর: ক) ১৭ নভেম্বর, ১৯৯৯

৪) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৫২ সালে ৫ ডিসেম্বের

খ. ১৯৫৬ সালে ২ ডিসেম্বের

গ. ১৯৪৮ সালে ১২ ডিসেম্বর

ঘ. ১৯৫৫ সালের ৩ ডিসেম্বের

উত্তরঃ ঘ) ১৯৫৫ সালের ৩ ডিসেম্বের।

৫) উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে করা হয়?

ক. ডিসেম্বর, ১৯৪৭ সালে।

খ. ডিসেম্বর, ১৯৫২ সালে।

গ. ডিসেম্বর, ১৯৭১ সালে।

ঘ. কোনোটিই না

উত্তর: ক) ডিসেম্বর, ১৯৪৭ সালে।

৬) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক. আলতাফ মাহামুদ।

খ. হামিদুর রহমান।

গ. মুনীর চৌধুরী।

ঘ. আব্দুল লতিফ।

উত্তরঃ খ) হামিদুর রহমান।

৭) কবে থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে?

ক. ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

খ. ২০০১ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

গ. ২০০২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

ঘ. ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

উত্তর: ক) ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

৮) বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?

ক. ৯ মে, ১৯৫৪

খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫৩

গ. ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬

ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

উত্তরঃ ক) ৯ মে, ১৯৫৪

৯) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য শহীদ হন?

ক. রফিক

খ. বরকত

গ. জব্বার এবং আব্দুল সালাম।

ঘ. উপরের সবগুলি

উত্তরঃ ঘ) উপরের সবগুলি

১০) ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?

ক. ৩০তম

খ. ৩১তম

গ. ৩২তম

ঘ. ৩৩তম

উত্তরঃ ক) ৩০তম  ( কিন্তু অনেক প্রচলিত বইয়ে এবং বিভিন্ন ওয়েবসাইট এ উত্তর দেওয়া আছে ৩১ তম; যা ভুল উত্তর )

১১) বাংলা ভাষা প্রচলন আইন জারি হয়-

ক. ১৯৫২ সালে

খ. ২০০২ সালে

গ. ১৯৮৭ সালে

ঘ. ১৯৯১ সালে

উত্তরঃ গ) ১৯৮৭ সালে

১২) ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. খাজা নাজিমউদ্দিন।

খ. নুরুল আমিন।

গ. মুহম্মদ আলী জিন্নাহ।

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ক) খাজা নাজিমউদ্দিন।

১৩) ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত-

ক. জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা

খ. জিতেন ঘোষ

গ. মুহম্মদ আবদুল হাই

ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত

১৪) বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয়?

ক. ১৯৫২ সালে

খ. ১৯৫৪ সালে

গ. ১৯৫৬ সালে

ঘ. ১৯৭১ সালে

উত্তরঃ গ) ১৯৫৬ সালে।

১৫) ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

ক) আরেক ফালগুন

খ) জীবন ঘষে আগুন

গ) নন্দিত নরকে

ঘ) পিঙ্গল আকাশ

উত্তরঃ ক) আরেক ফালগুন

১৬) ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?

ক.ক্রান্তি

খ.সাপ্তাহিক সৈনিক

গ.আজাদী

ঘ.ইনকিলাব

উত্তরঃ খ) সাপ্তাহিক সৈনিক।

১৭) ভাষা আন্দোলন বিষয়ক নাটক “কবর” কে লিখেছেন?

খ. অতুল প্রসাদ সেন

ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. হামিদুর রহমান।

ঘ. মুনীর চৌধুরী।

উত্তরঃ ঘ) মুনীর চৌধুরী।

১8) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম কয়টি দেশ পালন করেন?

ক. ১৮০ টি

খ. ১৮২ টি

গ. ১৮৮টি

ঘ. ২০০টি

উত্তরঃ গ) ১৮৮টি

১৯) উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন?

ক. নুরুল আমিন।

খ.  মুহম্মদ আলী জিন্নাহ।

গ.  খাজা নাজিমউদ্দিন।

ঘ. উপরের সবগুলি

উত্তরঃ খ) মুহম্মদ আলী জিন্নাহ।

২০) “মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” – কবিতাটি কে লিখেছেন?

ক. রামনিধি গুপ্ত

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. অতুল প্রসাদ সেন

ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ গ) অতুল প্রসাদ সেন

২১) ছয় দফা কর্মসূচি কে ঘোষণা করেন?

ক. মাওলানা ভাসানী

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. ফজলুল হক

উত্তরঃ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা কুইজ– ২০২২ এর বিস্তারিত তথ্য জেনে নিন।

অনলাইন কুইজ প্রতিযোগিতার তথ্য ও ফলাফল – ২০২১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *