Contents
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।
কুইজের বিষয় সমূহঃ
ভাষা আন্দোলন বিষয়ক সাধারণ জ্ঞান
পুরস্কারঃ
অংশগ্রহণের তারিখঃ
অংশগ্রহণের শেষ তারিখঃ
১৫ই ফেব্রুয়ারি হইতে- ২৫শে ফেব্রুয়ারি ২০২২ – রাত ৯টা পর্যন্ত।
ফলাফল ঘোষণাঃ
সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৬শে ফেব্রুয়ারি (রাত ৯টায়) ১০জন বিজয়ী নির্বাচন করা হবে।
“মাতৃভাষা কুইজ” এর ফলাফলঃ
বিজয়ীদের নামঃ–
১ম স্থান- Feroj Ahmed – (01717****90)- Azimpur, Dhaka
২য় স্থান- Naznin Rahman – (01714****79)- ডেমরা ঢাকা
৩য় স্থান- taranoom subah – (01799****46)- Panchlaish, Chattogram
৪র্থ স্থান – Md.Habibur Rahman – (01886****53)- 442, Surja sen hall, DU
৫ম স্থান- Siam – (01608****97)- Savar, Dhaka
৬ম স্থান- Maruf – (01860****96)- Textile, Chattogram
৭ম স্থান- MD.ZIA UDDIN – (01552****51)- Sadar, Feni
৮ম স্থান- পারুল আক্তার – (01718****13)- খালিশপুর, খুলনা
৯ম স্থান- Md Abu Sayed – (01712****40)- Chattogram
১০ম স্থান – Md. Jeesan Fardin – (01719****66)- Jatrabari, Dhaka
বিজয়ীদের নাম ও লটারির ড্র দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।
ভিডিও লিংক – https://www.facebook.com/theoporajito/videos/1001592767406196
‘অপরাজিত’ এর পক্ষ থেকে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। এই কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৪। কুইজ চলাকালীন সময়ে (৭দিনের) মধ্যে একজন প্রতিযোগী শুধুমাত্র একবার অংশগ্রহণ করতে পারবে।
৫। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৬। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৭। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৮। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৯। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
১০। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito