মালভূমি কাকে বলে? । পৃথিবীর ছাদ বলা হয় কাকে?

মালভূমি ও পৃথিবীর ছাদ বলা হয় কাকে বলে

মালভূমি কাকে বলে?

মালভূমি হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ –৬০০ মিটার উঁচুতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলে। প্রধানত ভূ-আলোড়ন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় এবং ভূপৃষ্ঠের ক্ষয়সাধন- এই সব কারণে মালভূমি সৃষ্টি হয়।

মালভূমির আকার ও আকৃতিঃ

মালভূমির অন্য যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল—

১) মালভূমি এক বিস্তীর্ণ উচ্চভূমি।
২) এর উপরিভাগ প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত।
৩) চারদিকে ঢাল বেশ বেশি।

মালভূমির বৈশিষ্ট্যঃ

১) মালভূমি হল একটি বহুদূর বিস্তৃত উচ্চভূমি।
২) মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত ৩০০ থেকে ৬০০ মিটার মিটার উঁচুতে অবস্থিত।
৩) মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা উঁচু নিচু হয়।
৪) মালভূমির চতুর্দিক খাড়া ঢাল যুক্ত হয়।
৫) মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা প্রায় সমতল এবং চতুর্দিক খাড়া ঢাল বিশিষ্ট হয়।
৬) মালভূমির উপরিভাগে ছোট ছোট পাহাড়ের অবস্থান করতে পারে।
৭)  যে কোন মালভূমি বয়সে প্রাচীন ও নতুন উভয় ধরনের হতে পারে।

পৃথিবীর ছাদ বলা হয় কাকে?

পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে পামির মালভূমি। এক বা একাধিক পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে মালভূমি বলা হয়। মধ্য এশিয়ায় মধ্যে পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত। এই মালভূমি ভারত, পাকিস্তান, নেপাল ও চীন সীমান্তে অবস্থিত প্রায় ২০০ মাইল দীর্ঘ পামির বা তিব্বতীয় মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হওয়ায় পামির পৃথিবীর ছাদ বলা হয়। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে পামির মালভুমির উচ্চতা প্রায় ৭ হাজার ৬৪৯ মিটার বা প্রায় ১৬ হাজার ফুট, মধ্য এশিয়ার বিস্তৃত পামির পর্বত শ্রেণীকে কেন্দ্র করে এই মালভূমির অবস্থান। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয় তিব্বত মালভূমির সাথে সম্মিলিত পামির পর্বত শ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল, তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তাছাড়া পামির মালভূমির আশে-পাশে অনেক বহু উঁচু নিচু মালভূমি রয়েছে। বছরের প্রায় বেশির ভাগ সময় তুষারে আবৃত থাকে। এ অঞ্চলে বছরে গড়ে প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়। তবে প্রতি বছর অল্প সময়ের জন্যে এ অঞ্চল গ্রীষ্মকাল দেখা যায়। গ্রীষ্মকালে এখানে ঘাসে ঢাকা থাকে।

 

পৃথিবীর বিভিন্ন জায়গার ভৌগোলিক উপনাম সম্পর্কে জানুন

 

1 thought on “মালভূমি কাকে বলে? । পৃথিবীর ছাদ বলা হয় কাকে?”

  1. কুইজে অংশগ্রহণের তারিখঃ
    ১৪ ডিসেম্বর- ২০২১ (সকাল ১০টা) হইতে কুইজ শুরু হবে।
    কুইজের অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করতে হবে না। সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *