Contents
মুজিবনগর সরকার গঠন ও কার্যাবলী
একটি স্বাধীন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ প্রধান উপাদান হলো সরকার করা। তাই, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এবং মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ হয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। পাকিস্তানের কাছ থেকে বিজয় অর্জন করা, যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আশ্রয়ন, সাহায্য ও অন্যান্য সকল রক্ষনাবেক্ষনের জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়। এবং, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই প্রথম সরকারের প্রচেষ্টাকে ভারত এবং ভুটান স্বীকৃতি দেয়।
পরিশেষে বলা যায়, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য যুদ্ধ করেছেন এবং দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়-
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়। মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা), এটি বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। ১৭ এপ্রিল আমবাগানে এই অস্থায়ী সরকারের শপথ গ্রহণ হয়। এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিবনগর সরকারের প্রধান কাজগুলো-
উত্তর: মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা ও দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা এবং সমর্থন আদায় করার ক্ষেত্রে সফলতা লাভ করা।
মুজিবনগর সরকার নিয়ে অন্যান্য প্রশ্নঃ
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন কে?
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে
উত্তরঃ আবদুল মান্নান
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এম মনসুর আলী
মুজিবনগর সরকারের সদস্য কতজন ছিল?
উত্তরঃ মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল ৬ জন ।
মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল?
উত্তরঃ ৩ ভাগে।
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ এইচ এম কামরুজ্জামান
মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ।
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ।
মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ।
মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল এবং কী কী?
উত্তরঃ মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
যথা- ক. কে ফোর্স খ. এস ফোর্স গ. জেড ফোর্স
মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
মুক্তিবাহিনী প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী
মুক্তিবাহিনী উপপ্রধান সেনাপতি ছিলেন কে ছিলেন?
উত্তরঃ উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল কয়টি?
উত্তরঃ মোট ১২ টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল।
মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল ও কি কি?
উত্তরঃ তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
যথা:- ১. কে ফোর্স ২. এস ফোর্স ৩. জেড ফোর্স
বাংলাদেশের ভৌগলিক অবস্থান সম্পর্কে জেনে নিন