বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম ব-দ্বীপ। এ দেশটির রয়েছে অনেক সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে। বাংলাদেশ অসংখ্য নদীবেষ্টিত নিম্ন উচ্চতার ব-দ্বীপ এলাকা। বাংলাদেশ ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য, পূর্ব ও পূর্ব দক্ষিণে ত্রিপুরা রাজ্য এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
বিসিএস প্রস্তুতি ও চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তা নিচে দেওয়া হলঃ
১) বাংলাদেশের আয়তন কত?
উত্তর : ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
২) আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কত?
উত্তর : ৯০তম।
৩) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : বাংলাদেশ।
৪) বাংলাদেশের কোন অঞ্চলকে ‘বরেন্দ্রভূমি’ বলা হয়?
উত্তর : রাজশাহী অঞ্চল।
৫) কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?
উত্তর : প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার।
৬) মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
৭) মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন কত?
উত্তর : প্রায় ৪,৩১০ কিলোমিটার।
৮) লালমাই পাহাড়ের আয়তন কত?
উত্তর : আয়তন ৩৩.৬৫ বর্গ কিলোমিটার।
৯) লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
উত্তর : ২১ মিটার।
১০) বাংলাদেশের পলল সমভূমি এলাকার আয়তন কত?
উত্তর : প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার।
১১) প্লাবন ভূমি এলাকার গড় উচ্চতা কত?
উত্তর : সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
১২) সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
উত্তর : ৩৭.৫০ মিটার।
১৩) সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত?
উত্তর : ২০ মিটার।
১৪) সমুদ্রতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত?
উত্তর : ৮ মিটার।
১৫) সমুদ্রতল থেকে রাজশাহীর উচ্চতা কত?
উত্তর : ৮ মিটার।
১৬) বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ৫,১৩৮ কিলোমিটার।
১৭) বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৭১১ কিলোমিটার বা ৪২২ মাইল।
১৮) কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৫৫ কিলোমিটার।
১৯) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল।
২০) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।
২১) ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ৪,১৫৬ কিলোমিটার।
২২) ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষর হয়?
উত্তর : ১৬ মে ১৯৭৪।
২৩) মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ২৭১ কিলোমিটার।
২৪ )বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট
২৫) বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?
উত্তর : সেন্টমার্টিন।
২৬) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।
২৭) দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কী?
উত্তর : পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
২৮) দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায়?
উত্তর : লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়।
২৯) দহগ্রামের আয়তন কত?উত্তর : ৩৫ বর্গ কিলোমিটার।
৩০) তিনবিঘা করিডরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে?
উত্তর : বেরুবাড়ী।
৩১) তিনবিঘা করিডরের পরিমাপ কত?
উত্তর : ১৭৮ মিটার ও ৮৫ মিটার।
৩২) কোন তারিখে তিনবিঘা করিডর ভারত খুলে দেয়?
উত্তর : ২৬ জুন ১৯৯২।
৩৩) লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?
উত্তর : ৮০ মাইল।
৩৪) আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি জেলায়।
৩৫) ‘চন্দ্রনাথের পাহাড়’ কেন বিখ্যাত?
উত্তর : হিন্দুদের তীর্থস্থানের জন্য।
৩৬) বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানাশহর কোনটি?
উত্তর : টেকনাফ।
৩৭) বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত থানা শহর কোনটি?
উত্তর : তেতুলিয়া।
৩৮) বাংলাদেশের সর্বপশ্চিমে থানা শহর কোনটি?
উত্তর : শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)।
৩৯) বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি?
উত্তর : থানচি।
৪০) আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?
উত্তর: শ্যামনগর, সাতক্ষীরা।
৪১) বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর দৈর্ঘ্য- ৬ কিমি (৩.৭ মাইল) এবং প্রস্থ- ০.৫ কিমি (০.৩১ মাইল)
৪২) বাংলাদেশের মোট নদ-নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২৪,১৪০ বর্গ কিলোমিটার।
৪৩) বাংলাদেশ-ভারত সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ হিসেবে ব্যবহৃত হয়-
উত্তর : জিরো পয়েন্টের উভয় দিকে।
৪৪) বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর : ৫টি রাজ্যের সীমান্ত আছে।
৪৫) তাজিনডংয়ের উচ্চতা কত মিটার?
উত্তর : ১,২৩১ মিটার।
বাংলাদেশের বন্দর সম্পর্কিত তথ্য বিস্তারিত পড়ুন