সাম্প্রতিক কাতার বিশ্বকাপ নিয়ে সাধারণ জ্ঞান- ২০২২

কাতার বিশ্বকাপ নিয়ে সাধারণ জ্ঞান

২০২২ সালের সাম্প্রতিক কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর জেনে নিন-

কাতার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ কত তারিখে- ২০ নভেম্বর ২০২২

২০২২ কাতার বিশ্বকাপের মাসকটের নাম কি- “La’eeb” (লা’ইব)

কাতার বিশ্বকাপের বলের নাম – “Al Rihla” (আল রিহলা)

কাতার বিশ্বকাপের প্রথম গোল করেন কে – এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে বিজয়ী দল- ইকুয়েডর (২ গোল)

২০২২ এর কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়- আল বায়ত স্টেডিয়াম।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথম স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচ হারার রেকর্ড – কাতার।

কাতার বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন কে? – গঞ্জালো রামোস (পর্তুগাল)

গঞ্জালো রামোস প্রথম হ্যাট্রিক করেছিল কোন ম্যাচে? – পর্তুগাল বনাম সুইজারল্যান্ড

পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ২০২৬ সালে।
২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপ হবে।

সর্বশেষ কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নিন-

কাতার বিশ্বকাপ কততম আসর ছিল – ২২তম
তারিখ – ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর- ২০২২
আয়োজক দেশ – কাতার
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কোথায়- লুসাইল স্টেডিয়ামে।
মোট দল – ৩২ টি
মোট ম্যাচ -৬৪ টি
মোট গোল সংখ্যা- ১৭২ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
কাতার বিশ্বকাপে মোট গোল সংখ্যা -১৭২ টি
মোট দর্শক সংখ্যা- ৩৪,০৪,২৫২ (ম্যাচ প্রতি ৫৩,১৯১ জন)
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ – আর্জেন্টিনা (৩য় শিরোপা জয়)
কাতার বিশ্বকাপে রানার্স আপ হয় কোন দেশ – ফ্রান্স
কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান হয় – ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে চতুর্থ স্থান হয় – মরক্কো
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে- কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স (গোল্ডেন বুট বিজয়ী)- (৮টি গোল)
কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে- লিওনেল মেসি, আর্জেন্টিনা (গোল্ডেন বল বিজয়ী)
কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার কে- এমিলিয়ানো মার্তিনেস, আর্জেন্টিনা (গোল্ডেন গ্লাভস বিজয়ী)
কাতার বিশ্বকাপে সেরা যুব খেলোয়াড় কে – এনসো ফার্নান্দেস ( আর্জেন্টিনা)
কাতার বিশ্বকাপে ফেয়ার প্লে পুরস্কার লাভ করে কে – ইংল্যান্ড

 

সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে আরও অন্যান্য প্রশ্নের উত্তর জেনে নিন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *