সাম্প্রতিক সাধারণ জ্ঞান- ২০২১ | বাংলাদেশ বিষয়াবলি

সাম্প্রতিক সাধারণ জ্ঞান- ২০২১ বাংলাদেশ বিষয়াবলি

২০২১ সালের বাংলাদেশ বিষয়াবলি বিষয়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । যা বিসিএস, ব্যাংক জবস ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলঃ-

১) জাতিসংঘের সদরদপ্তরের বাগানে স্থাপিত হয়েছে-
উত্তরঃ বঙ্গবন্ধুর চেয়ার

২) বঙ্গবন্ধুর চেয়ারটি উদ্বোধন করেন কে?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩) জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি’হানি লোকাস্ট’ গাছের চারা রোপন করেছেন কে?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪) শেখ হাসিনা কে ‘মুকুট মণি’ বলে অখ্যায়িত করে-
উত্তরঃ জাতিসংঘের SDSN

৫) টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হলেন-
উত্তরঃ জাস্টিন ট্রুডো

৬) জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করেছেন?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭) দেশের সর্বাধুনিক কমপ্লেক্স “বঙ্গবন্ধু কমপ্লেক্স ” নির্মিত হচ্ছে কোথায়?
উত্তরঃ সিলেটে

৮) বাংলাদেশের একমাত্র “Living Entity” মর্যাদাপূর্ণ নদী হল?
উত্তরঃ তুরাগ নদী

৯) রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি-
উত্তরঃ Shuttle Diplomacy

১০) “অকাস(AUKUS)” নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে-
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

১১) অকাস(AUKUS)গঠিত হয় কবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে।

১২) বংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ মুহম্মদ নূরুল হুদা

১৩) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এর কার্যলয় কোথায় স্থাপিত হবে?
উত্তরঃ ঢাকা।

১৪) ‘আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তরঃ ১৪ জুন ২০২১

১৫) কবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement-TIFA) করেছে-
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে।

১৬) বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

১৭) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৪ কিলোমিটার।

১৮) মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে তৈরি হবে কি?
উত্তরঃ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম

১৯) ৪ অক্টোবর ২০২০ UNICEF’র শুভেচ্ছাদূত হন কে?
উত্তরঃ মুশফিকুর রহিম।

২০) বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তরঃ ১৪৬ টি।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি- ২০২১ এর বিস্তারিত তথ্য জানুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *