সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন

সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা। এখানে প্রায় ৭৩০০ জনসংখ্য বসবাস করে। সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের লীলাভূমির অন্যতম স্থান। নিচে সেন্টমার্টিন দ্বীপ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল-

সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কিত সাধারণ জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১) সেন্টমার্টিন কি?
উত্তরঃ একটি প্রবাল দ্বীপ।

২) ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’কোথায় অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগরে ।

৩) বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত??
উত্তরঃ কক্সবাজার।

৪) বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন উপজেলায় অবস্থিত ?
উত্তরঃ টেকনাফ।

৫) সেন্টমার্টিন টেকনাফের উপজেলার একটি –
উত্তরঃ ইউনিয়ন।

৬) টেকনাফ উপজেলার ইউনিয়ন সমূহ কি কি?
উত্তরঃ ১) সাবরাং ২) বাহারছড়া ৩) হ্নীলা ৪) হোয়াইক্যং ৫) সেন্টমার্টিন এবং ৬) টেকনাফ সদর

৭) সেন্টমার্টিন দ্বীপের আরেক নাম কি?
উত্তর: নারিকেল জিঞ্জিরা।

৮) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা।

৯) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮ বর্গ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে লম্বা।

১০) সেন্টমার্টিন দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ।

১১) সেন্টমার্টিন দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাফ নদীর তীরে।

১২) ছেড়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ছেড়া দ্বীপের আয়তন তিন কিলোমিটার।

১৩) প্রবাল দ্বীপের ইউনিয়ন সেন্টমার্টিন থেকে ছেঁড়া দ্বীপ কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত?
উত্তরঃ প্রায় আট কিলোমিটার।

১৪) ছেঁড়া দ্বীপ হলো-
উত্তরঃ বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু।

১৫) কক্সবাজার থেকে সেন্টমার্টিন কত দূরে অবস্থিত?
উত্তরঃ প্রায় ১২০ কিলোমিটার।

১৬) টেকনাফ উপজেলা হিসেবে রুপান্তরিত করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৩ সালে।

১৭) ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন

১৮) টেকনাফ থেকে সেন্টমার্টিনের দূরত্ব কত?
উত্তরঃ প্রায় ৪২ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার নাফ নদী আর বাকি ১৭ কিলোমিটার সাগর।

১৯) বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।

২০) বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ।

২১) ছেঁড়াদ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৩ বর্গ কিলোমিটার।

২২) নিঝুম দ্বীপের আয়তন?
উত্তরঃ ৯১ বর্গ কিলোমিটার।

২৩) নিঝুম দ্বীপের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ বাউলার চর বা বালুয়ার চর।

২৪) সেন্টমার্টিনের কাছে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি?
উত্তরঃ গোলাচর।

 

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সম্পর্কে জেনে নিন

বাংলাদেশের বিভিন্ন স্থানের পূর্ব নাম সম্পর্কে জেনে নিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *