সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা- ২০২২

কুইজ প্রতিযোগিতা ২০২২ সেপ্টেম্বর

‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতা – ২০২২

কুইজের বিষয় সমূহঃ

সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নবলি

পুরস্কারঃ

কুইজে মোট ১০ জনের জন্য রয়েছে নির্ধারিত প্রাইজ মানি। 

অংশগ্রহণের তারিখঃ

১৫ সেপ্টেম্বর (সকাল ১০টা) হইতে- ২০ সেপ্টেম্বর ২০২২- (সকাল ১০টা) পর্যন্ত।
[ ১৫ তারিখ (সকাল ১০টায়) আমাদের ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং গ্রুপে গুগল ফর্মের লিংক পোষ্ট করা হবে।
কুইজের অংশগ্রহণ করার জন্য কোন নিবন্ধন করতে হবে না। কুইজ প্রতিযোগিতা শুরু হওয়ার পর সরাসরি গুগল ফর্ম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে।]

ফলাফল প্রকাশঃ

সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২১ সেপ্টেম্বর  (সকাল ১০ টায়) ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

‘কুইজ সেপ্টেম্বর’ এর ফলাফলঃ-

বিজয়ীদের নামঃ-

১ম- Mahedi Hasan – (01751***384)- Matherhat, Gaibandha
২য়- মোসফিকুর রহমান – (01301***290)- মিরপুর, ঢাকা
৩য়- তাবাসসুম জাহান জেবা – (01712***754)- শ্যামলী
৪র্থ- Anik – (01680***242)- Gazipur
৫ম- Shamima Nasrin – (01751***462)- Hazipara, Thakurgaon
৬ষ্ঠ- Kamrul Islam – (01908***483)- Khulna University
৭ম- হাসান – (01715***876)- কিশোরগঞ্জ
৮ম- MD. MINHAJUL ISLAM – (01571***812)- DUET, Gazipur
৯ম- Nodia Islam – (01793***958)- Mymensingh
১০ম- Zakia Sultana – (01682***103) – Kotchadpur, Jhenaidah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। এ কুইজ প্রতিযোগিতা শুধু বাংলাদেশে থাকা সকল নাগরিকগণের জন্য উন্মুক্ত।
২। কুইজে অংশগ্রহণের জন্য আপনার সঠিক তথ্য অবশ্যই দিতে হবে।
৩। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
8। কুইজের প্রশ্নসমূহ গুগল ফর্মের মাধ্যমে (এমসিকিউ) পদ্ধতিতে সঠিক উত্তর বাছাই করতে হবে ।
৫। মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬। একই ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল করা হবে।
৭। কুইজে অংশগ্রহণের সময় গুগল ফর্মের উত্তরপত্র সাবমিট করার নির্দিষ্ট কোন সময়সীমা নাই।
৮। গুগল ফর্ম সাবমিট করতে ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন।
৯। শুধুমাত্র বাংলাদেশে থাকা প্রত্যেক নাগরিকগণ এ কুইজে অংশগ্রহণ করতে পারবে।
১০। পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কুইজের সকল আপডেট তথ্য পেতে আমাদের ব্লগ সাইট এবং ফেসবুক পেইজে চোখ রাখুন, ধন্যবাদ। 

ফেসবুক পেইজ- https://www.facebook.com/theoporajito
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/bcsstudyoporajito

 

অপরাজিত কর্তৃক আয়োজিত প্রতি মাসের কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার সম্পূর্ণ প্রশ্নোত্তর জেনে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *