১. আমাদের গ্রহের নাম কি- পৃথিবী
২. আমাদের গ্যালাক্সির বাংলা নাম কি- মিল্কিওয়ে গ্যালাক্সি
৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ হল – চাঁদ
৪.‘শান্ত সাগর’ কোথায় অবস্থিত – চাঁদে
৫. পৃথিবীর নিকটতম গ্রহ হল- শুক্র
৬. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হল- পৃথিবী
৭. “সবুজ গ্রহ” বলা হয় কোন গ্রহকে- ইউরেনাস
৮. সৌরজগত এর দ্রুততম গ্রহ হল – বুধ
৯. “গ্রহ রাজ” বলা হয় কোন গ্রহকে – বৃহষ্পতি
১০. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি – শনি (৫৩টি)
১১. শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু হল- হেল-বপ
১২. “পৃথিবীর জমজ” নামে পরিচিত কোন গ্রহ- শুক্র
১৩. সৌরজগত আবিষ্কার করেন কে? – নিকোলাস কোপারনিকাস।
১৪. সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা কয়টি- ৮টি। যথাঃ (বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন )
১৫. সূর্যের নিকটতম নক্ষত্র হল – প্রক্রিমা সেন্টারাই।
১৬.মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি- ধূমকেতু
১৭. চান্দ্রমাস পূর্ণ হয় কত দিনে – সাড়ে ২৯ দিনে ।
১৮. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত- তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার ।
১৯. আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী হয়- দিন ও রাত।
২০. কোন সৌরজগতের উপগ্রহ নেই -বুধ এবং শুক্র।
২১. সূর্যের ভর – 1.989 × 10^30 kg
২২. সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় – ২১ জুন।
২৩. উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে – ২১ জুন।
২৪. পৃথিবীতে দিবারাতি সমান থাকে – ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৫. পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে- ৩৬৫ দিন ছয় ঘণ্টা
২৬. সৌরজগতের কোনটির নিজের আলো আছে- সূর্য
২৭. সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ রয়েছে- ৪১টি
২৮. বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে- ১৬ টি।
২৯. পৃথিবীকে কেন্দ্র করে নিচের কোনটি ঘোরে- চাঁদ
৩০. চাঁদের আলো কোন ধরনের আলো- প্রতিফলিত
৩১. সর্বপ্রথম হ্যালির ধুমকেতু দেখা যায় কত সালে? -১৭৫৯ সালে।
৩২. হ্যালির ধুমকেতু দেখা যায় কত বছর পর পর – ৭৫ বছর পর পর।
৩৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হল – ৩ লক্ষ ৮৪ হাজার কি.মি.।
৩৪. পৃথিবী থেকে সূর্যের দুরত্ব হল – ১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)।
৩৫. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলা হয়- ছায়াপথ