স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘অপরাজিত’ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা।
কুইজের বিষয় সমূহ – বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক প্রশ্নবলি।
“স্বাধীনতা কুইজ” এর সঠিক প্রশ্নের উত্তরসমূহঃ
১) বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
ক) ২৫শে মার্চ
খ) ২৬শে মার্চ
গ) ১৬ই ডিসেম্বর
ঘ) ২১ই ফেব্রুয়ারি
উত্তর : খ) ২৬শে মার্চ
২) কোন রাত্রিকে কালো রাত্রি বলা হয়?
ক) ৭ই মার্চ
খ) ১৬ই ডিসেম্বর
গ) ২৫শে মার্চ
ঘ) ১৪ই ডিসেম্বর
উত্তরঃ গ) ২৫শে মার্চ
৩) স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
ক) ৭ জন
খ) ৮ জন
গ) ৯ জন
ঘ) ১০ জন
উত্তরঃ ক) ৭ জন।
৪) স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
ক) ৬০ জন
খ) ৬১ জন
গ) ৬৫ জন
ঘ) ৬৯ জন
উত্তরঃ ঘ) ৬৯ জন।
৫) স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
ক) ১৭০ জন
খ) ১৭২ জন
গ) ১৭৪ জন
ঘ) ১৭৫জন
উত্তরঃ ঘ) ১৭৫জন
৬)মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
ক) ৯ টি
খ) ১০ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি
উত্তরঃ গ) ১১ টি
৭) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক) তাজউদ্দিন আহম্মেদ
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) এম, মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষন দেন কোথায়?
ক) রেসকোর্স ময়দানে
খ) শাহবাগে চত্বরে
গ) গণভবন প্রাঙ্গণে
ঘ) চন্দ্রিমা উদ্যান প্রাঙ্গণে
উত্তরঃ ক) রেসকোর্স ময়দানে
৯) ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
ক) অপারেশন ক্লোজ ডোর
খ) অপারেশন সার্চ লাইট
গ) অপারেশন ক্লিন হার্ট
ঘ) অপারেশন ব্লু স্টার
উওরঃ খ) অপারেশন সার্চ লাইট
১০) বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
ক) ঢাকা
খ) মেহেরপুর জেলার মুজিবনগরে
গ) গোপালগঞ্জ টুঙ্গিপাড়া
ঘ) কুষ্টিয়া
উওরঃ খ) মেহেরপুর জেলার মুজিবনগরে
১১) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) এম, মনসুর আলী
খ) তাজউদ্দিন আহম্মেদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) জিয়াউর রহমান
উওরঃ খ) তাজউদ্দিন আহম্মেদ
১২) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়?
ক) রাঙ্গামাটি
খ) চট্টগ্রামের কালুরঘাটে
গ) মোংলা বন্দরে
ঘ) বাংলাদেশ বেতার কেন্দ্র, ঢাকা
উওরঃ খ) চট্টগ্রামের কালুরঘাটে
১৩) মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক) জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
খ) ক্যাপ্টেন মনসুর আলী
গ) এ এইচ এম কামারুজ্জামান
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক) জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
১৪) একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
ক. জাহানারা ইমাম
খ .হাসান ইমাম
গ. আখতার ইমাম
ঘ. আলী ইমাম
উত্তরঃ ক) জাহানারা ইমাম
১৫) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হামিদুর রহমান
ঘ) হাশেম খান
উত্তরঃ খ) কামরুল হাসান