১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের অধ্যায় শুরু হয়েছিল ১৯৬৬ সালে। তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠায় ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান, লাহোরে ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু।
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে যে দাবিসমূহ ছিল তা হলো-
১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
৩। অর্থ ও মুদ্রা সংক্রান্ত ক্ষমতা
৪। রাজস্ব, কর, বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা
৫। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা
৬। আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা
৬ দফা আন্দোলন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-
১। ঐতিহাসিক ৬ দফা দিবস কবে- ৭ জুন
২। স্বাধীনতার প্রথম সনদ হল – ৬ দফা আন্দোলন
৩। ৬ দফা দাবি কে উত্থাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। ৬ দফা ঘোষিত হয় কবে -৫ ফ্রেবুয়ারি, ১৯৬৬, লাহোরে
৫। বঙ্গবন্ধুর পেশ করা ৬ দফার ১ম দফা কি ছিল – প্রাদেশিক স্বায়ত্তশাসন, শেষ দাবি সেনাবাহিনী গঠনের দাবি।
৬। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কবে? – ১৮ মার্চ, ১৯৬৬
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন কে – ২৩ মার্চ, ১৯৬৬
৮। কোন পত্রিকা ৬ দফার পক্ষে জনমত গড়ে তুলে- ইত্তেফাক
৯। ৬ দফা আন্দোলনের প্রথম শহীদ কে? – মনু মিয়া, সিলেট
১০। ৬ দফাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র – জয়বাংলা, পরিচালক ফখরুল আলম, মুক্তি পায় ১৯৭২ সালের ২৬ জানুয়ারি ।
১১। কিসের ভিত্তিতে ৬ দফা রচিত হয়েছিল? – লাহোর প্রস্তাবের ভিত্তিতে
১২। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় – ২৩ মার্চ, ১৯৪০
১৩। ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয় – বিট্রিশ শাসনতন্ত্রের বাইবেল খ্যাত ম্যাগনা কার্টার সাথে।
১৪। তাসখন্ড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১০ জানুয়ারি, ১৯৬৬ (ভারত – পাকিস্তানের মধ্যে)
১৫। ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়- লাহোরে
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন