বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম স্থান গুলো হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতী, সোনারগাঁ। বাংলাদেশের ঐতিহাসিক স্থান এগুলো আমাদের অতীতের নিদর্শন ও সংস্কৃতি, সে সময়কার জীবনযাপন সম্পর্কে আমরা ধারণা পাই। ১) ‘মহাস্থানগড়’ কোথায় অবস্থিত? উত্তরঃ বগুড়া ২) মৌর্য আমলে মহাস্থানগড়ের নাম কী ছিল? উত্তরঃ পুণ্ড্রনগর। ৩) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ করতোয়া …