আমাদের সম্পর্কে
অপরাজিত হচ্ছে MaxSOP এবং Skyoti এর যৌথ উদ্যোগে করা একটি এডুকেশন প্লাটফর্ম। প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে কঠোর অদ্যবসাই আর যথাযথ প্রস্তুতির বিকল্প কিছু নেই। প্রতিযোগীদের সঠিক প্রস্তুতির জন্য সহযোগিতা এবং প্রস্তুতির মূল্যায়নের জন্য অনবদ্ধ একটি প্লাটফর্ম হচ্ছে অপরাজিত। প্রযুক্তি, তথ্য ভান্ডার এবং তথ্যের সঠিক ব্যবহারকে সমন্বয় করে তৈরী করা হয়েছে “অপরাজিত” প্লাটফর্মটি। আমাদের লক্ষ্য হল ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে আরো সহজ করে সবার হাতের মুঠোই পৌছে দেয়া এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য আরো শক্তিশালী করে গড়ে তোলা ।
“অপরাজিত” অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মটি ক্যারিয়ারের দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য নিবেদিত ভাবে কাজ করবে। এতে রয়েছে, বিসিএস প্রস্তুতি, ব্যাংক জবের প্রস্তুতি, অনলাইন অনুশীলন, অনলাইন পরীক্ষা, প্রকাশিত বিষয়ভিত্তিক আর্টিকেল এবং অনলাইন গাইডলাইন যা আপনাকে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য উপযোগী করে গড়ে তুলবে৷