Preposition মনে রাখার অন্যতম সহজ টেকনিক । বিসিএস বা ব্যাংক এবং অন্যান্য চাকুরী পরীক্ষায় সহায়ক হবে।
দেশ, নগর, শহর এর ক্ষেত্রেঃ
এদের আগে in বসে।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এর ক্ষেত্রেঃ
এদের আগে in বসে।
প্রভাত, দুপুর, গোধূলি, রাত এর ক্ষেত্রেঃ
এদের আগে at বসে।
সময়ের আগে at বসে।
দিনের আগে on বসে। ।
দিনের অংশ ভাগে in বসে।
Festival-এ at বসে।
নম্বরেও at বসে।
বস্তুর ক্ষেত্রে with বসে।
Person-এ by বসে।
পাশে বুঝাতেও by বসে।
যানবাহনের আগে in বসে।
দক্ষতায় অদক্ষতায় at বসে।
ছোট হলে at বসে।
বড় হলে in বসে।
বাহির থেকে ভিতরে into বসে।
ভিতর থেকে বাহিরে হয় out of
লেগে (স্পর্শ করে) থাকলে on বসে এবং না হলে above বসে।
শুরু থেকে বুঝাতে since বসে এবং না হলে for বসে।
গতি বুঝাতে (উপর দিয়ে) over এবং নিচে হলে under বসেশ
মাত্রা (স্তর) বুঝাতে below বসে।
সাথে বুঝাতে with বসে।
দিক বুঝাতে to বসে।
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through বসে।
এ পাশ থেকে ওপাশে যেতে এর ক্ষেত্রে across বসে।
এর বুঝাতে of বসে।
For, To, Of, With, Of, At এর ক্ষেত্রে Preposition
১. সকল প্রকার যোগ্য-অযোগ্য বুঝালে সেক্ষেত্রে for বসে।
২. উপকারী-অপকারী বুঝালে সেক্ষেত্রে to বসে।
৩. নিশ্চিত কিছু বুঝালে সেক্ষেত্রে of বসে।
৪. সন্তুষ্ট বা অসন্তুষ্ট বুঝালে সেক্ষেত্রে with বসে।
৫. দোষী বা নিষ্পাপ বুঝালে সেক্ষেত্রে of বসে।
৬. অবাক হওয়া বুঝালে সেক্ষেত্রে at বসে।