চ্যাম্পিয়ন- ইতালি [১(৩) – ১(২) গোলে জয়ী]।
রানার্সআপ- ইংল্যান্ড [১(২) – ১(৩) গোলে পরাজিত]।
ইউরো কাপ ২০২০ অনুষ্ঠিত হয় – ১১টি দেশে।
ইউরো কাপ ২০২০ ফাইনাল হয় – ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ড।
ইউরো আয়োজক সংস্থা – Union of European Football Associations (UEFA)।
ইউরোর কততম আসর- ১৬ তম।
ইউরো কাপ সর্বোচ্চ বার বিজয়ী – জার্মানি ও স্পেন (৩ বার করে), ইতালি ও ফ্রান্স (২ বার করে)।
ম্যান অব দ্যা ফাইনাল – লিওনার্দো বনুচ্চি (ইতালি)
ম্যান অব দ্যা গোলকিপার (গোল্ডেন গ্লোভস)- জিয়ানলুইজি ডোনারুমা (ইতালি)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট (গোল্ডেন বল)- জিয়ানলুইজি ডোনারুমা (ইতালি)
সেরা তরুণ ফুটবলার- পেদ্রি (স্পেন)
গোল্ডেন বুট- ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল),(৫ গোল)